গরু বিক্রি করে কোচিং, জমি বিক্রি করে পড়াশোনা

Shamim Al-mamun

শামীম আল মামুন। দরিদ্র কৃষক পরিবারেের সন্তান। তাকে নিয়ে তার পরিবারের স্বপ্ন ছিল সে প্রবাসী শ্রমিক হবে। পরীক্ষার ভালো রেজাল্টই গড়ে দেয় নতুন স্বপ্ন। যখন হোস্টেলে সপ্তাহে ২৫ টাকা ও ৫ কেজি চালেই চলতো, তখনো অর্থনৈতিক সঙ্কট ছিল তীব্র।

গরুর বাছুর বিক্রি করা ৪ হাজার টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করেছেন। জমি বিক্রি করেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ চালিয়েছেন। বাচ্চাকে পড়িয়ে তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন।

মো. শামীম আল মামুন আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ এর উপাধ্যক্ষ। শিক্ষকতা করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ও সাভার মডেল কলেজের বাংলা বিভাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অনার্সে ১ম স্থান এবং মাস্টার্সে ২য় স্থান অধিকার করেন। ৭ বছর বিভাগীয় সমিতির ছাত্র প্রতিনিধি তথা ভিপি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন লজিং থেকেছেন, টিউশনী করেছেন। ছোটবেলায়ও সংসারের কাজ করে ক্লাসে যেতেন আবার ক্লাস থেকে ফিরে কাজে নিয়োজিত হতেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top