বইমেলা বসছে রাওয়ায়, শুরু ৩০ অক্টোবর

বইমেলার আয়োজন করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। এবারের বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি থাকছে ভিন্ন কিছু আয়োজনও। লেখকদের আড্ডার পাশাপাশি পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে শীতের পিঠার সমারহ,  মোটিভেশনাল লেকচার ইত্যাদি।

রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ১১তম রাওয়া বইমেলা শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর। প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় এবার থাকছে ৫৫টি স্টল। বই পরিচিতিসহ অন্যান্য আয়োজনের সঙ্গে প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা।

রাওয়া বইমেলার যাত্রা শুরু হয় ২০১৪ সালে এবং এবার এর ১১তম আসর অনুষ্ঠিত হচ্ছে। ৩০ অক্টোবর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। ১ নভেম্বর (শনিবার) রাত ৮টায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি।

 মেলায় অংশ নেবেন রাওয়ার লেখকবৃন্দ ও দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান। পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে মুখরোচক খাবার ও শীতের পিঠার আয়োজন।  এছাড়াও থাকছে মাগরিবের পর অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং প্রতিদিনের লেখক ও প্রকাশকদের বই পরিচিতি অনুষ্ঠান। রাওয়া বইমেলার মূল প্রতিপাদ্য— “সবার হাতে বই পৌঁছে দেওয়া ।” Our Motto: “Read for Good” এবছরের মূল বার্তা – “চাকুরিজীবী কিংবা বা অবসরি, বই পড়ার অভ্যাস গড়ি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top