সুলতান মাহমুদ এর ছড়া ও গল্পের বই

কবি সুলতান মাহমুদ

তরুণ কবি, ছড়াকার ও গল্পকার  সুলতান মাহমুদ এর লেখা  অদম্য আবেগে অবগাহন বইটিতে ৫৬টি ছড়া রয়েছে। এটা বড়দের ছড়ার বই। সাহস থাকলেই জয় বইটিতে ২০টি শিশুতোষ ছড়া রয়েছে আর সাপের বাসায় ইঁদুর ছানা বইটিতে ৮টি শিশুদের জন্য শিক্ষামূলক গল্প রয়েছে।

লেখক সুলতান মাহমুদ এর পুরো নাম মো. সুলতান মাহমুদ। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকায় কর্মরত আছেন।  পেশায় ব্যাংকের অফিসার হলেও  লিখেন কবিতা, ছড়া, ছোট গল্প ও গান। পড়াশুনা করেছেন টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে।

তিনি ভালোবাসা দিতে চান, ভালোবাসা পেতে চান। খারাপের সাথে সঙ্গ সচেতনভাবে এড়িয়ে যান। বইপড়া ও লেখালেখিতেই তার আনন্দ। প্রথম ছড়াগ্রন্থ অদম্য আবেগে অবগাহন এবং ২য় বই শিশুতোষ ছড়ার বই সাহস থাকলেই জয় ২০২২ সালে প্রকাশিত হয়। ৩য় বই ‘সাপের বাসায় ইঁদুর ছানা’ হচ্ছে শিশুদের শিক্ষামূলক গল্পের বই।

এই তরুণ কবির জন্ম ৮ মার্চ ১৯৮৫ সালে, টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা গ্রামে। পিতা: মো: শহিদুর রহমান, মাতা: শুকুরী বেগম। তিন ভাই এক বোনের মধ্যে লেখক সর্বকনিষ্ঠ। বর্তমানে স্ত্রী জেসমিন মাহমুদকে নিয়ে  ঢাকার দক্ষিণ বনশ্রীতে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

১৯৯৬ সালে স্কুলের দেয়ালিকা পত্রিকায় ছড়া লেখার মাধ্যমে লেখালেখির শুরু। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত ছড়া, রম্য গল্প, বড়দের গল্প, গান ইত্যাদি লিখে চলছেন তিনি। ছোটদের জন্যও চমৎকার ছড়া ও ছোট গল্প লিখছেন। বর্তমানে বিভিন্ন জাতীয় দৈনিক/সাপ্তাহিক এবং ম্যাগাজিন পত্রিকায় লেখকের নিয়মিত ছড়া, রম্য, গল্প ও কবিতা প্রকাশিত হচ্ছে।

বই কিনি বিশ্ব চিনি,,,

১/ মাছরাঙা পাখি দেখতে উজ্জ্বল সুন্দর! এরা তীক্ষ্ণ দৃষ্টিতে একাগ্রচিত্তে জলের নিচে ডুব দিয়ে খুব দ্রুত মাছ শিকার করতে পারে। মাছ শিকারের সময় এরা সাধারণত ঋষিদের মত ধ্যানমগ্ন থাকে। আশেপাশে মাছের অবস্থান টের পাওয়া মাত্র এরা তীরের বেগে ডুব দিয়ে মাছটাকে দু’ঠোঁটের মাঝখানে আটকিয়ে ফেলে। আরো অবাক করা ব্যাপার হলো —

– গল্প – বোকা মাছরাঙা

২/ টুনটুনির ছানা দুটো লাফিয়ে উঠে বলল, আমরাও স্বাধীনতা চাই, স্বাধীনভাবে মুক্ত ডানা মেলে নীলাকাশে মনের সুখে উড়তে চাই। তো আজকের দিনটি তোমাদের স্বাধীনতা দিবস কেন?

গল্প – টুনটুনি ও তাইয়ান

৩/ নানা, তুমি কী পাগল হয়ে গেছ? গাছের আবার জীবন আছে নাকি? গাছ কী মানুষের মত কথা বলতে পারে? হাঁটা-চলা করতে পারে?

গল্প – নানা নাতির গল্প

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top