মো. বাকী বিল্লাহ। গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন সাভারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। পরে এলএলবি করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করেছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স ম্যাগাজিন। তিনি জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তার।
ছোটবেলায় হাতে লিখে পত্রিকা বের করতেন। হাতে লিখেই পত্রিকার একাধিক কপি করে অন্যদের মাঝে বিলিও করেছেন। যখন ৭০০ টাকায় মাস চালাতে হতো, তখনো ব্যবসায়িক উদ্যোগের স্বপ্ন পূরণের আশায় ১০০ টাকা সঞ্চয় করতেন। চিংড়ির প্রজেক্ট নিলে মড়ক লাগায় উদ্যোগটি মর্মান্তিক পরিণতির দিকে যায়। গরু মোটাতাজাকরণ প্রকল্পও লাভের মুখ দেখেন নি। বার্ডস ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার পরও ছেড়ে চলে আসতে হয়। ক্যাডেট মাদ্রাসা করেও বন্ধ করে দিতে হয়। ফাস্টফুডের দোকানও লোকসানের মুখে পড়ে। বারবার ব্যর্থতার পরও তিনি ঘুরে দাঁড়িয়েছেন। মনোবল না হারিয়ে সামনে এগিয়ে চলেছেন।
উদ্যোগে সফল হতে চাকরি ছেড়েছেন। অবিরত স্বপ্নের জাল বুনছেন। পার্টটাইম উদ্যোক্তা থেকে হয়েছেন ফুলটাইম উদ্যোক্তা। সম্পাদক ও প্রকাশক, ক্যারিয়ার ইন্টেলিজেন্স। নির্বাহী পরিচালক, জিটিএফসি ওয়েব ডেভেলপার। চেয়ারম্যান, জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ। একজন পরিশ্রমী উদ্যোক্তা। একজন দক্ষ ওয়েব ডেভেলপার। একজন এসইও ও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। সাংবাদিকতা ও লেখালেখিকে পেশা হিসেবে ছাড়লেও নেশা হিসেবে ধরে রেখেছেন।
4vkdgn
Your comment is awaiting moderation.
cr3epe
Your comment is awaiting moderation.