ফরিদ আহমেদ একজন সফল আইটি প্রফেশনাল। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর (আইটি) হিসেবে কর্মরত আছেন। ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করেছেন। পরে ঢাকা কলেজে পড়েছেন বাংলায়। আইটিতে ক্যারিয়ার গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা শিক্ষাপ্রতিষ্ঠান যে কোনো বাধা নয় তারই উজ্জল প্রমাণ তিনি। ডিগ্রি যা-ই হোক আইটিতে যে ক্যারিয়ার গড়া যায়, এরই দৃষ্টান্ত পিরোজপুর জেলার এই কৃতি সন্তান।
অর্থনৈতিক টানাপড়েনের মধ্যেই তার শৈশব কৈশোর কেটেছে। বারবার পড়ালেখা ছেড়েও দিয়েছেন। টিউশনীর টাকায় কিনেছিলেন কম্পিউটার। কম্পিউটারে হাত দিলে কম্পিউটার নষ্ট হয়ে যাবে বলে যাকে তার এক বন্ধু সতর্ক করেছিলেন তারই ধ্যান-জ্ঞান-পারদর্শিতা এখন সেই কম্পিউটারেই। হঠাৎ করে এমনটি হয়নি। দুর্গম যাত্রার এক অকুতোভয় এই নাবিক মাদ্রাসায় পড়েও এখন সফল আইটি প্রফেশনাল।
আইডিবির আইটি প্রশিক্ষণ তার স্বপ্ন পূরণে সহায়ক হয়েছে। একসময় দৈনিক প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা কম্পিউটার শিক্ষায় ব্যয় করেছেন তিনি। তিনি মনে করেন, ক্লাস ফাইভ-সিক্স থেকেই প্রোগ্রামিং শেখানো উচিত। কারণ আইটিতে মার্কেট প্লেস অনেক বড়। এই সেক্টরে স্কিল দেখা হয় সার্টিফিকেট দেখা হয় না। ফলে আইটিতে এক্সপার্ট হলে কেউ বেকার থাকবে না।
ys9bg3
Your comment is awaiting moderation.
r4ci0x
Your comment is awaiting moderation.