লেখক, গবেষক, অধ্যাপক হাসানুর রশীদ। বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুকে নিয়ে চল্লিশটি বই লিখেছেন আপন মনে অবলীলায়। তিনি শিল্প-সাহিত্য-দর্শন-ইতিহাস-অর্থনীতি-ধর্মীয়সহ বিবিধ-বিষয়ক সৃজনশীল গ্রন্থের বিপনিকেন্দ্র পাঠকবাড়ি গড়ে তোলেছেন। এটি একটি প্রকাশনী প্রতিষ্ঠানও! প্রতি শুক্রবারের সাহিত্য আড্ডা সাহিত্যবাক।
পাঠকবাড়ি প্রকাশনের বই বিক্রয় কেন্দ্রটি খুব চমৎকার। দেশের সেরা প্রকাশনাগুলোর বইও রয়েছে। ইট, কাঠ, পাথরের শহরে সাহিত্য নিয়ে যারা ভাবেন বা শত ব্যস্ততার মধ্যেও যাদের মনের আনাচে কানাচে সাহিত্য নিয়ে একটু গল্প বা আড্ডার খায়েশ জাগে তারা অনেকেই চলে আসেন পাঠক বাড়িতে।
কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও গবেষক হাসানুর রশীদ বলেন, এ দেশের রাজনৈতিক বিভাজন ভিলেজ পলেটিক্সের রূপান্তর মাত্র। ’৭৫ পরবর্তীতে এই রাজনীতিতে বিভাজন শুরু হয়। ক্ষমতা হচ্ছে দখলের ব্যাপার। যে জাতি যেমন, সে জাতির নেতা ও রাজনীতি তেমন। তিনি মনে করেন, বইপড়া মানুষের চিন্তাশীলতার বিস্তার ঘটায়। আর লেখালেখির ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দরকার। খন্ডকালীন লেখকদের মহৎ কাজ করা কঠিন।
yvg6jy
Your comment is awaiting moderation.
6zqc6t
Your comment is awaiting moderation.
5560g5
Your comment is awaiting moderation.