মূর্খ প্রতিযোগী মিথ্যা ও বক্র পথে জিতেও নিজেকে প্রকৃত বিজয়ী ভাবে। মূর্খ জাতি কুপথে থাকাকেই সুপথের চেয়ে লাভজনক মনে করে। মূর্খ পেশাজীবী শুধু মুনাফা আর টাকা উপার্জনকেই জীবনের লক্ষ্য মনে করে।
মূর্খ দাম্ভিক অযোগ্যতাকে যোগ্যতা মনে করে অহংকারী হয়। নিরেট মূর্খ ভন্ডরা ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার করে। মূর্খ দায়িত্বশীল ব্যর্থতার দায় অধস্তনদের উপর চাপিয়ে দেয়। মূর্খ ধার্মিক সৃষ্টির ক্ষতি করেও স্রষ্টার ভালোবাসা পাবার আশা করে।
মূর্খ লোভি যে থালায় খায়, সেই থালায় থুথু ছিটায়। মূর্খ দুর্নীতিবাজ প্রতারণা করেও দম্ভ করে। মূর্খ চোর নির্লজ্জভাবে চুরির পক্ষে সাফাই গায়। মূর্খ পন্ডিত কাজের চেয়ে সমালোচনা বেশি করে। মূর্খ বিরোধীরা শুধু বিরোধিতা করার জন্য অযৌক্তিকভাবেও বিতর্ক করে।
মূর্খ মানুষ সব জানার ভান করে। মূর্খ সুফিরা শয়তানের ক্রীড়নকে পরিণত হয়। মূর্খ নেতা কর্মী হারলে উল্লাস করে। মূর্খ ক্ষমতাবান ক্ষমতা রক্ষায় পেশী শক্তি প্রয়োগ করে।