অভিনয়শিল্পী আফরান নিশো বলেন, ‘মা আমাকে গর্ভে ধরেছেন। জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন। আমাকে শিক্ষা দিয়েছেন, বোধশক্তি দিয়েছেন। সমাজে চলতে শিখিয়েছেন।
যা থেকে বিগড়ে যাওয়ার ভয় ছিল, তা থেকে দূরে রেখেছেন। শাসনের সময় শাসন করেছেন। আবার যখন স্বাধীনভাবে বেড়ে ওঠার প্রয়োজন মনে করেছেন, তখন সেটাই করেছেন মা। মা কখনো আমাকে নিজের পথে চলতে বাধা দেননি।
একটি গাছ যেমন বাধাহীনভাবে বেড়ে উঠতে পারলে এর ডালাপালা বিস্তৃত হয়, মায়ের পরিচর্যার কারণে আমার ইচ্ছা আর মেধাও তেমনি বাধাহীনভাবেই বেড়ে উঠতে পেরেছে।
মা ছোটবেলা থেকেই শিখিয়েছেন- ‘যাই হতে চাও, সেরা হও।’ মা বলতেন, তুমি যদি মুচিও হও, তাহলে সেরা মুচি হও। যেন ওই কাজের কথা উঠলে সবার আগে তোমার নামটা ভাবে। ডাক্তার হলেও দেশের সেরা পাঁচ ডাক্তারের একজন হও। ছোটবেলা থেকে এই বিষয়টা মাথায় গেঁথে গিয়েছিল।’