দুই সন্তান প্রিন্স জর্জ আর প্রিন্সেস শারলটের কথা বলতে গিয়ে এবং নিজের পিতৃত্বের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম বলেন, ‘কোনোকিছু নিয়ে আমি আগে কখনই এতটা উদ্বিগ্ন হতাম না, এখন যেমনটা হই।
নতুন প্রিন্সের জন্মের পর থেকে একেবারে অনেক ছোট ছোট বিষয়ও আমাকে উদ্বেলিত করে, ভাবনায় ফেলে দেয়। আর প্রিন্সেসের জন্ম আমাকে অধিক আবেগপ্রবণ করেছে। বিশ্বজুড়ে ঘটছে এমন অনেক ঘটনাই আছে যা আমি এখন পিতৃত্বের চোখ দিয়ে দেখার চেষ্টা করি।
পিতৃত্ব আমাকে আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ করেছে। এর মাধ্যমে জীবনের মূল্য উপলব্ধি করতে পেরেছি। এখন জীবন আমার কাছে আগের চেয়ে অনেক বেশি মূল্যবান।’