বলিউড অভিনেতা সাইফ আলি খান বলেন, ‘বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয়। এখনো মনে হয় বিষয়টা অন্যরকম হলে ভালো হতো। আমার মনে হয় কখনোই বিষয়টিকে মেনে নিতে পারব না।
তখন আমার বয়স কম ছিল। মাত্র ২০ বছর। এখন জীবনে অনেক পরিবর্তন এসেছে। সন্তানরা সব সময়ই বাবা-মাকে একসঙ্গে দেখতে চায়। কিন্তু তারাও তো দুটি আলাদা মানুষ। আর একারণেই আজকাল মানুষ আধুনিক সম্পর্কের দিকে ঝুঁকছে।
কোনো সন্তানকেই পারিবারিক উষ্ণতা থেকে বঞ্চিত করা উচিত না। পরিস্থিতি যাই থাকুক, সন্তানদের কথা ভাবতে হবে। মাঝে মাঝে এমন হয় যে বাবা-মায়ের একসঙ্গে থাকার পরিস্থিতি থাকে না। কিন্তু খেয়াল রাখা উচিত যেন সেটার প্রভাব সন্তানদের ওপর না পড়ে।’