জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা অপরাহ উইফ্রের সঙ্গে আলাপকালে হলিউড মডেল প্যারিস জ্যাকসন জানায়, ‘বাবা মাইকেল জ্যাকসনের একটা সিদ্ধান্ত খুব আনন্দ দিত।
ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেরুলে পাপারাজ্জি ও ভক্তদের উটকো ঝামেলা এড়াতে তাদের নেকাব বা পর্দা পরিয়ে নিতেন। এতে তারা বাড়তি যে সুবিধা পেতেন, বাবার সঙ্গে বাইরে বেরুলে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে পারতেন। তাদের কেউই চিনত না।
বাবা হিসেবে তিনি ছিলেন অসাধারণ। চমৎকার রান্নার হাত ছিল। সময়-সুযোগ হলেই রান্না করতেন আমাদের জন্য। পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করতেন। যখন তিনি আমাদের সঙ্গে সময় কাটাতেন তখন মনেই হতো না তিনি এতবড় সেলিব্রেটি ছিলেন।’