বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি বলেন, ‘থিয়াগোর জন্মের পর থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে। পিতৃত্বকে দারুণ উপভোগ করি।
আমার কাছে সবার আগে হলো থিয়াগো। থিয়াগোর পরে আসে অন্যসব বিষয়। এ চিন্তাই আমাকে অনেক পরিণত করে দিয়েছে, বদলে দিয়েছে। থিয়াগো ম্যাচ নিয়ে আমার দর্শন পাল্টে দিয়েছে।
আগে কোনো ম্যাচে খারাপ করলে রাগে তিন চার দিন কারো সঙ্গে ঠিকমত কথা বলতে পারতাম না। কিন্তু এখন হারলে বাসায় ফিরে আমার ছেলেকে দেখে সব ভুলে যাই। তখন খেলা আমার কাছে গুরুত্বহীন মনে হয়।
বাবা হওয়াটা আমার মানসিক বিকাশের পূর্ণতা দিয়েছে। আমি এখন ক্ষেপে না গিয়ে বুঝতে পারি যে, ফুটবলের বাইরেও একটা জীবন আছে। সেই জীবনটা অনেক সুন্দর। পিতৃত্ব আমাকে পরিণত করেছে।’