প্রকৃত প্রতিবাদীর মনস্তত্ত্বই এমন যে- যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি; সেখানেই প্রতিবাদ। প্রতিবাদ করতে হলে মুখ খুলতে হয়। প্রতিবাদের মাধ্যমেই মুখোশ খুলে পড়ে। যে প্রতিবাদ করতে জানে, সে প্রশ্ন তুলতে পারে। তীব্র প্রতিবাদ পরিবর্তন আনে, ফলে বাঁক বদলে যায়।
প্রতিবাদী বাধা ডিঙাতে জানে
প্রতিবাদী বাধা ডিঙাতে ডিঙাতেই আরো নিপুণ-পারদর্শী হয়, শক্তিশালী হয়। প্রতিবাদ করতে পারে সাহসীরা, মেরুদণ্ডওয়ালারা ও বিবেকবানরা। হিম্মত লাগে জুলুমের প্রতিবাদ করতে।
প্রতিবাদের ভাষা যখন হৃদয়ের ভাষা
যখন প্রতিবাদের ভাষা প্রতিবাদীদের হৃদয়ের ভাষা হয়, তখন সেই ভাষা অনেকের হৃদয়কেই স্পর্শ করতে পারে। দেশে দেশে প্রতিবাদ হয়। সমাজে-সংগঠনে-প্রতিষ্ঠানে প্রতিবাদী সত্তার জাগরণ ঘটে।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ
প্রতিবাদ হয় নাশকতার বিরুদ্ধে। প্রতিবাদ হয় কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে। প্রতিবাদ হয় অনৈতিক সুবিধার বিরুদ্ধে। প্রতিবাদ হয় কুকর্মের বিরুদ্ধে। টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ হয়। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হয়।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
অধিকার কেড়ে নেয়ায় বিরুদ্ধে প্রতিবাদ হয়। অন্যায়ের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রতিবাদ হয়। সংবিধান লংঘন করলে প্রতিবাদ হয়। মাথা উঁচু করে বাঁচার জন্য প্রতিবাদ হয়। অনুকূল পরিবেশ চেয়ে প্রতিকূলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ হয়।
প্রতিবাদী সত্তার জাগরণ
প্রতিবাদী সত্তার জাগরণ সহায়ক আয়োজনের অন্তরায় দূরীকরণে প্রতিবাদ করে। ইতিবাচক পরিবর্তন চাইলে নেতিবাচক পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজন।
অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ
প্রতারণা রুখতে চাইলে প্রতিবাদ দরকার। মিথ্যা মামলার বিরুদ্ধে হোক প্রতিবাদ কর্মসূচি। অপরাজনীতির বিরুদ্ধে হোক প্রতিবাদ আন্দোলন। ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে হোক প্রতিবাদ মিছিল। দমন-পীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ হোক।
অর্থ আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ
মিথ্যাচার-প্রতারণার বিরুদ্ধে হোক প্রতিবাদ। ঘুষ-লবিংয়ের রাজনীতির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে জানে না, তারা ব্যাংক ঋণখেলাপিদের প্রতিরোধ করতে পারে না। শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতকারীদের কাছে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের শিকাররা প্রতিকারের আশাও করতে পারে না।
টাকা পাচারকারীদের জালিয়াতি বন্ধে প্রতিবাদ
জালিয়াতি করে বিদেশে টাকা পাচারকারীদের ন্যায়ের পথে চলতে বাধ্য করতে হলে প্রয়োজন প্রতিবাদ। জাতির ভাগ্য পরিবর্তনের পথে অটল-অবিচল থাকতে হলে লুটপাটের রাজনীতির বিকল্প দিতে হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হলে দরকার প্রতিবাদ।
যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ
যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ হোক। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ হোক। যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হোক। ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হোক। অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ হোক।
মাদককে না বলুন
মাদক উৎপাদনের বিরুদ্ধে প্রতিবাদ হোক। মাদক আমদানির বিরুদ্ধে প্রতিবাদ হোক। মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ হোক। মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ হোক। মাদকাসক্তদের আড্ডার বিরুদ্ধে প্রতিবাদ হোক।
প্রতিবাদী জনতার সংগ্রামী লড়াই
প্রতিবাদী ব্যানারে লেখা হোক অসৎ নেতৃত্বের অকাজ-কুকাজের কথা। প্রতিবাদী মিছিল হোক ধর্ষকের বিরুদ্ধে। প্রতিবাদী আন্দোলন হোক খুনির বিরুদ্ধে। প্রতিবাদী আড্ডা হোক দুর্নীতিবাজদের বিরুদ্ধে। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর নেতাদের বিরুদ্ধে দাঁড়াক প্রতিবাদী জনতা।
সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা
প্রতিবাদী যুবক বক্রপথের পথিকদের চলার পথকে বন্ধুর পথে বদলে দেয়। প্রতিবাদী সংবাদপত্র প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে দাঁড়ায়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করে। প্রতিবাদী কলম নোংরা রাজনীতির বিরুদ্ধে লিখে।
প্রতিবাদী চরিত্র ও প্রতিবাদী সঙ্গীত
অন্যায়-অপরাধ করেও মাথা উচু করে চলা অমানুষদের থামিয়ে দেয় প্রতিবাদী চরিত্র। দলকানা ও অন্ধ আনুগত্যের রাজনীতির বিরুদ্ধে হোক প্রতিবাদী সঙ্গীত। অবৈধ পথে হঠাৎ-রাতারাতি বদলে যাওয়া ভাগ্যবান নেতাদের বিরুদ্ধে হোক প্রতিবাদী কবিতা।
প্রতিবাদী ছবি ও প্রতিবাদী লেখনী
পঁচে যাওয়া রাজনীতিবীদদের ছড়ানো পঁচা-দুর্গন্ধ ও ষড়যন্ত্র-চক্রান্ত রুখতে প্রতিবাদী ছবি আঁকা হোক। নীতিভ্রষ্ট দলের দিকভ্রান্ত নেতা-কর্মীদের লোভ-লালসা দমনে প্রতিবাদী অঙ্কন হোক। নষ্ট রাজনীতির মাধ্যমে অন্ধকারের কালো মেঘে ছেয়ে দেয়া ক্রীড়নকদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠুক।
প্রতিবাদের বার্তা পৌঁছানোর প্রয়াস
নীতি-নৈতিকতার সীমাকে অতিক্রম করে যাওয়াদের বিরুদ্ধে হোক প্রতিবাদীদের হুংকার। অপরাধীকে অপরাধ করার জন্য পৃষ্ঠপোষকতা দানকারীদের বিরুদ্ধে হোক প্রতিবাদী অবস্থান। মাস্তানতন্ত্র-গুন্ডাতন্ত্রর মাধ্যমে বোমাবাজি-চাঁদাবাজির রাজনীতি করে কম সময়ে বিরাট বিত্ত-বৈভবের অধিকারী হওয়াদের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে যাক।
প্রতিবাদী পোস্ট ও প্রতিবাদী টুইট
পেটনীতির রাজনীতির পৃষ্টপোষকদের বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট হোক। রাজনৈতিকভাবে অসহিষ্ণুরা প্রতিপক্ষকে গণগ্রেফতার করলে প্রতিবাদী টুইট হোক। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণদের অসংযত আচরণ রুখতে প্রতিবাদ হোক।
তাণ্ডবের প্রতিবাদ ও প্রতিবাদের প্রতীক
অত্যাচারীর আওয়াজকে রুখে দিয়ে সত্য ও ন্যায়ের কথা বলার জন্য প্রতিটি তাণ্ডবের প্রতিবাদ হোক। ভাংচুরে প্রতিবাদ হোক। হামলায় প্রতিবাদ হোক। হত্যায় প্রতিবাদ হোক। মিথ্যাচারে প্রতিবাদ হোক। প্রতিবাদের মুখচ্ছবিগুলো প্রতিবাদের প্রতীকে পরিণত হোক।
প্রতিবাদের লক্ষ্য ও প্রতিবাদের ভাষা
ভীতুদেরকে বের করে এনে চিহ্নিত করতেও প্রতিবাদে সোচ্চার হওয়া দরকার। অনিয়ম যখন নিয়ম হয়ে যায় তখন প্রতিবাদের লক্ষ্য হওয়া উচিত নিয়মকে ফিরিয়ে আনা। যেখানে ভুল ও যেখানে বৈষম্য সেখানেই প্রতিবাদের ভাষা জোরালো হওয়া উচিত।
প্রতিবাদী সত্তা ও প্রতীকী প্রতিবাদ
মানবিক সংকট তৈরিকারীদের বিরুদ্ধে প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তুলতে হবে। প্রতীকী প্রতিবাদ হোক। প্রতিবাদে পদত্যাগ হোক। কর্মক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হোক। জঘন্য অপরাধীরা উপযুক্ত শাস্তি না পেলে প্রতিবাদ হোক।
নীতিভ্রষ্টদের বিরুদ্ধে প্রতিবাদ
অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ হোক। জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ হোক। অস্ত্র-পেশীশক্তি দেখায়ে সাধারণ মানুষকে ভয়ে ভীত করে সন্ত্রাসী-ডাকাতরূপী নীতিভ্রষ্টদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদ হোক।
প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার
প্রতিবাদের হাতিয়ার হোক সোশ্যাল মিডিয়া। প্রতিবাদের হাতিয়ার হোক ব্যানার। প্রতিবাদের হাতিয়ার হোক দেয়াল চিত্র। প্রতিবাদের হাতিয়ার হোক ব্যঙ্গচিত্র। প্রতিবাদের হাতিয়ার হোক নাটক। প্রতিবাদের হাতিয়ার হোক ক্যালিগ্রাফি।
আইন ভঙ্গ করলে প্রতিবাদ
মিডিয়ার ভুয়া সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। ইচ্ছাকৃতভাবে ভুল করলে প্রতিবাদ হোক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। আইন ভঙ্গ করলে প্রতিবাদ হোক। ভোগান্তির শিকার হলে প্রতিবাদ হোক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষতি করলে প্রতিবাদ হোক।
সংবিধান লংঘনে প্রতিবাদ
একটু স্বস্তির জন্য প্রয়োজনে প্রতিবাদ হোক। জীবনের প্রয়োজনে প্রতিবাদ হোক। জীবিকার প্রয়োজনে প্রতিবাদ হোক। নিরুপায় হলে ভুক্তভোগীর প্রতিবাদ হোক। বিরক্তি প্রকাশের মাধ্যমে প্রতিবাদ হোক। সংবিধান লংঘন করলে নিন্দা জানাতে প্রতিবাদ হোক।
নিপীড়নমূলক কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ
নিপীড়নমূলক কাঠামোর বিরুদ্ধে দরকার প্রতিবাদী আওয়াজ। ক্ষমতার কেন্দ্রে যেতে অসভ্য প্রতিযোগিতার বিরুদ্ধে দরকার প্রতিবাদী পুরুষ। লোভি ও আত্মকেন্দ্রিকদের বিরুদ্ধে দরকার প্রতিবাদী নারী। দরকার প্রতিবাদী শিক্ষার্থী।
নরপিশাচদের অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ
সাধারণ মানুষকে জিম্মি করে, বোকা বানিয়ে, ধোকা-প্রতারণার আশ্রয় নিয়ে অমানবিক কাজকে বৈধতা দান ও স্বার্থহাসিলের ঘৃণ্য খেলায় মেতে উঠা পিশাচদের বিরুদ্ধে দরকার প্রতিবাদের জোশ। ব্যক্তিপূজা-আত্মপূজা-আত্মরতি ও ব্যক্তিস্বার্থ প্রবল হয়ে ওঠাদের বিরুদ্ধে দরকার প্রতিবাদের আগুন।
প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ প্রতিবাদ
দেশের স্বার্থ ও দশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকেই প্রাধান্য দানকারীদের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ দরকার। মেধা বাদ দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। প্রতিবাদী ক্লাস হোক। প্রতিবাদে কর্মবিরতি হোক। প্রতিবাদে অবরোধ হোক।
প্রতিবাদে অবস্থান হোক। প্রতিবাদে অনশন হোক। প্রতিবাদে বিক্ষোভ হোক। ধন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হোক। অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ হোক। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ হোক। বিভেদ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ হোক।