ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী বলেন, ‘স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পার করলেও পরিবারই আমার সবচেয়ে কাছের বন্ধু। ক্লাসের বাইরে বান্ধবীদের সাথে কখনো আলাদা করে তেমন সময় কাটানো হয়নি।
ক্লাস শেষে বাসায় চলে আসতাম আর পরিবারের সবার সাথে আড্ডা দিতাম। আমার দুই বোন আর এক ভাই। আব্বু এখনো আমাদের ‘আপনি’ বলে সম্বোধন করেন। তারপরও আব্বু-আম্মুর সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই বন্ধুত্বপরায়ণ। শাসনের সময় শাসন করেন, আবার ভালোবাসার সময় ঠিকই অনেক ভালোবাসেন।
এখন কাজের বাইরে একটু সময় পাওয়া মানেই পরিবারের সঙ্গে থাকা। সবকিছু মিলিয়ে পরিবারই আমার সবচেয়ে বড় বন্ধু। পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়াটা সবচেয়ে জরুরি। এটা সবার জন্যই প্রয়োজন।
মা আমার অক্সিজেন। মায়ের অবদান বা ভালোবাসা কখনও বলে শেষ করা যায়না..। আমি একটু ঘরকুনো স্বভাবের মেয়ে। নিজের মতো থাকতে পছন্দ করি। আর বাবা-মা-ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। বাসায় বসে বসে আম্মুকে জ্বালানোটা রুটিনের মতো আমার কাছে। তিন বোনদের মধ্যে আমি সবার ছোট বলে আদরও বেশি পাই। তবে আম্মু শুধু ভালোবাসেনা কড়া শাসনও করে। আমার মা আমার পৃথিবী। মায়ের মুখে হাসিই সন্তানের জন্য সবচেয়ে আনন্দের। ’