জীবন মানেই সামনে এগিয়ে যাওয়া, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই প্রতিযোগিতা। জীবন কারো কাছে ছোট। কারো কাছ বড়। কারো কাছে আনন্দের। কারো কাছে বেদনার। জীবন মানেই কাজ; আর কাহই জীবনটাকেই পরিবর্তন করে দিতে পারে।
জীবন মানে প্রতিনিয়ত শেখা। জীবনে শান্তি আছে, অশান্তিও আছে। নিয়মিত জীবন একইভাবে কাটে না। জীবনে চলার পথে কিছু না কিছু সমস্যা এসেই যায়। জীবনে সম্ভাবনা আছে, সমস্যাও আছে। প্রত্যেকের জীবনের গল্প আলাদা, উপলব্ধি আলাদা ।
জীবন নিয়ে কে কী বলেছেন?
পিথাগোরাস
আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান
সক্রেটিস
মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়।
শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দুরদর্শিতার প্রয়োজন।
ডেল কার্নেগি
কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ।
ফ্রাংকলিন
জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার রাজত্ব।
উইলিয়াম শেক্সপিয়র
জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ।
সৈয়দ মুজতবা আলী
জীবনই অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাই জীবন। অভিজ্ঞতাসমষ্টির নাম জীবন আর জীবনকে খন্ড খন্ড করে দেখলে এক-একটি অভিজ্ঞতা। এক-একটি অভিজ্ঞতা যেন এক এক ফোঁটা চোখের জলের রুদ্রাক্ষ। সব কটা গাঁথা হয়ে যে তসবী-মালা হয় তারই নাম জীবন।
আইনস্টাইন
জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে।
স্টিফেন হকিং
মৃত্যু নিয়ে আমি ভীত নই। কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার। তার আগে করার মতো অনেক কিছু আছে আমার।
বিল গেটস
জীবন কতগুলো পরীক্ষার সেমিষ্টারে বিভক্ত নয়। এখানে কোনই গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সার্মথ্য চেনাতে সাহায্য করতে আসবে।
বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো
অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে।
জে আর লাওয়েল
জীবন হচ্ছে সাদা কাগজের পাতা। তার মধ্যে আমাদের কেউ কেউ লিখতে পারে তার দু একটা কথা, তারই নেমে আসে রাত্রি।
বিশ্বখ্যাত রাশিয়ান লেখক ফিওদর দয়োভস্কি
শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে।
এস টি কোলরিজ
জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী ।
জন ডব্লিউ গার্ডনার
জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না ।
হুমায়ুন আহমেদ
জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি । পৃথিবীতে এমন কোন কাজ নেই যা করলে জীবন ব্যার্থ হয়, জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন । সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল।
হুমায়ুন ফরিদী
জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
মারিয়া এজগ্লোথ
আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।
ব্রায়ান ডাইসন
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ।
জোনাথন সুইফট
সবাই অনেকদিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না ।
হযরত আলী (রাঃ)
ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
রূমি
কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি আবার ফিরে আসে জীবনে।
জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম… আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই।
বুদ্ধদেব গুহ
বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না।
ফিলিপ ম্যাসিঞ্জার
যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না।
ক্লাইভ জেমস
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না।
রাশিয়ান প্রবাদ
অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ।
ইতিহাসের সফলতম লেখক মার্ক টোয়েন
জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা।
প্রাচীন রোমান শাসক ও দার্শনিক মার্কাস ইলেরিয়াস
সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।
পার্সোনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট আর্ল নাইটেঙ্গেল
কখনো কি ভেবেছ, কিছু মানুষ কেন যা চায়, তাই পায়; আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না? এর কারণ লক্ষ্য। কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের নেই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে – লক্ষ্য না থাকলে কিছুই পাবে না।
বিখ্যাত লেখক ও ইতিহাসবিদ বিল কোপল্যান্ড
জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হল, তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে পারবে না।
সফল লেখক ও ঔপন্যাসিক মাইকেল কর্ডা
জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হল, একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা।
সফল উদ্যোক্তা, লেখক ও মোটিভেটর সেথ গোল্ডিন
লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। আমার মনেহয়, যারা বড় অর্জন করে, যারা নেতৃত্ব দেয়, এবং যারা অন্যদের অনুপ্রাণিত করে – তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে।
সেরা মিক্সড মার্শাল আর্টিস্ট জর্জ পিরি
জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও।
বব মার্লে
অর্থ দিয়ে জীবন কেনা যায় না৷
নচিকেতা চক্রবর্তী
অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষ্যপথে ঘোরাই জীবন, স্বপনের সমাধি খোড়াই জীবন, মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে, তাকেই লালন করে চলাই জীবন।
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম, ইসলাম আর যিশুরা জীবন, অষুধের বিষপান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, স্বপ্নে বেচা কেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন, প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে, ‘এ জীবন চাই না’, তা বলাই জীবন।
সৈয়দ শামসুল হক
আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব; শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব; না, আমি থেকে যেতে আসিনি; এ আমার গন্তব্য নয়; আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব।
জীবনানন্দ দাশ
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
ভুপেন হাজারিকা
মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।
এ পি জে আব্দুল কালাম
জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।
মহাত্মা গান্ধী
পরিচ্ছন্ন বই পড়া ভাল, কিন্তু মহান সেহিত্যের পঠিত বিষয় জীবনে বুনন করা উত্তম।
নেতাজি সুভাষচন্দ্র বসু
জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
জর্জ গ্যাবি
ভালোবাসাহীন জীবন বোঝাস্বরুপ। একে নিয়ে যাওয়া দুর্বিষহ।
জর্জ বার্নার্ড শ
জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।
সমরেশ মজুমদার
মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।