আনিসুর রহমান এরশাদ
মামনি তোমার মাথায় হাত রাখলে-
দূর হয় কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ,
আনন্দ ঝিলিক দেয় দহনে পুড়া চোখে,
ভালোবাসা-প্রশান্তিতে ভরে অন্তর,
বয়সের ব্যবধান ও ব্যস্ততা ভুলে-
একসাথে আনন্দে মাতায় শিহরণ নিরন্তর।
তোমার স্পর্শে ক্লান্তি নেয় উদ্যমে রুপ,
ফিরে আসে যেন ছেলেবেলার অনুভূতি।
ঘরে ফেরা চোখ দেখে তোমার মুখ,
অপেক্ষা শেষে পায় আনন্দ-তৃপ্তি।
শূন্যতায় ভরা আমার আকাশে পূর্ণতা তুমি,
শত স্বপ্নের ভিড়েও আশার আলোর মশাল তুমি।
জোৎস্না রাতে তারাঝলমল আকাশ দেখায় উচ্ছ্বাস,
জানালা খুলে বৃষ্টিস্নাত প্রকৃতির রুপে উল্লাস।
তোমার মুখে হাসি ফোটাতে মেতে উঠি খেলায়,
মন পোড়ানো বিষন্নতা ঠেলে বাঁচি ভালোবাসায়।
তোমার উৎসাহ যেখানে,আমার উৎসাহও সেখানেই;
চোখের কোনের অশ্রু নয়, চোখের কার্ণিশে কাজলেই।
একসাথে হাঁটতে বাড়ানো হাত ধরে,
পাশাপাশি হাঁটতে বাড়ানো পা ফেলে,
তোমার মনোযোগ যেখানে, আমার যত্ন সেখানেই,
আশায় উদগ্রীব হয়েই সামনে এগিয়ে যাওয়া।
মানুষ হিসেবে তোমার বিকাশেই আমার আনন্দ,
তোমার কষ্ট বুক ভেদ করে চলে যায় এপাশ-ওপাশ।