একটি গোলাপ

একটি গোলাপকে বাঁচানোর জন্য-
হাসিমুখে সন্তানকে বিদায় জানিয়েছিল মা।
বিয়ের নাকফুল বিক্রির টাকা হাতে দিয়ে-
স্বামীকে রণাঙ্গনে পাঠিয়েছিল নববধূ।

একটি গোলাপকে বাঁচানোর জন্য-
ছেলেটি প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল,
হিমালয়সম সাহসে বুক বেধেছিল,
আকাশসম স্বপ্ন মনে ধরেছিল,
হাসিমুখে হাতে অস্ত্র তুলে নিয়েছিল।

একটি গোলাপকে বাঁচানোর জন্য-
কতজন প্রাণের মায়া ত্যাগ করেছিল,
প্রেয়সীর হাতছানির আবেদন ভুলেছিল,
বুকের তাজা রক্তে জমিন রঞ্জিত করেছিল।

একটি গোলাপকে বাঁচানোর জন্য-
জায়নামাজে বসে কেঁদেছিল ভাই হারানো বোন।
বাবার জন্য অপেক্ষার পর অপেক্ষা করেছিল সন্তান।
বন্ধুর কফিন ছুঁয়ে শপথ করেছিল বন্ধু।

আজ সেই গোলাপটিকে অপবিত্র করছে-
দুর্নীতিবাজদের মাখানো দুর্গন্ধ কাদা।
ফুলের পাপড়ি খুলে বিদেশে পাঠিয়েছে-
মানুষের রক্তচোষা সুদখোর-ঘুষখোর-পাচারকারীরা।

কালো টাকা দেশপ্রেমিক যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা।
ঋণ খেলাপি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে বেঈমানী।
রাষ্ট্রীয় সম্পদ অপচয়ে শহীদের রক্তের অবমাননা।
গোলাপটির এসব দেখে-শোনে আর্তনাদ করে প্রকৃত মালিরা!

রক্তজলে সিঞ্চিত হয়েও যেই পুষ্পটির সুরভি কমেনি;
দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের চক্রান্ত-
সেই ফুলটিকে করেছে ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত জরাজীর্ণ!
বড্ড মলিন পুষ্পটি সৌরভ হারিয়ে যেন স্বপ্নভঙ্গের পথে!

About আনিসুর রহমান এরশাদ

শিকড় সন্ধানী লেখক। কৃতজ্ঞচিত্ত। কথায় নয় কাজে বিশ্বাসী। ভেতরের তাগিদ থেকে লেখেন। রক্ত গরম করতে নয়, মাথা ঠাণ্ডা ও হৃদয় নরম করতে লেখেন। লেখালেখি ও সম্পাদনার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে পাক্ষিক-মাসিক-ত্রৈমাসিক ম্যাগাজিন, সাময়িকী, সংকলন, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ ও জাতীয় দৈনিকের সাথে সম্পর্ক। একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে যুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়েছেন মিডিয়া ও জার্নালিজমেও। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে।

View all posts by আনিসুর রহমান এরশাদ →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *