অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলায় যখন যা চাইতাম তা-ই দেয়ার মতো অর্থনৈতিক অবস্থা তখন হয়তো ছিল না। যা চেয়েছি তার পুরোটা পাইনি হয়তো আংশিক পেয়েছি।
আব্বু আমাকে বলতেন, অনেকের তো এটুকুও নেই, তোমার তো আছে। তারপরও মন খারাপ করবে কেন? আব্বু সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকি না, বরং আরো চাই, আরো চাই, আরো চাই!
আমাদের আরো ভালো থাকতে হবে, আরো সুখ লাগবে। আমাদের আরো কাজ লাগবে, আরো বেশি জনপ্রিয়তা লাগবে। এজন্য আমরা যা খুশি তাই করছি।
অন্য মানুষের ক্ষতি করছি, কাজে ব্যাঘাত ঘটাচ্ছি, রাজনীতি করছি, যা তা করছি। আব্বু সবসময় একটি শিক্ষা দিয়েছেন- তোমার যা আছে তাতে সুখী থেকো।’