শিশুরা সবচেয়ে নির্মল
শিশুরা সবচেয়ে মানবিক
শিশুরা সৃজনশীল
সুস্থ সমাজ গড়তে
মানবিক সমাজ গড়তে
জ্ঞানোন্মুখ জাতি সৃষ্টিতে
প্রয়োজন সঠিক পদক্ষেপ
শিশুদের বেড়ে ওঠতে
স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে
নতুন কল্পনা জাগ্রত করতে
সুস্থ মানসিকতা সৃষ্টি করতে
প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ
যদি চান বন্ধ হোক গ্যাং কালচার
যদি চান নাইন স্টার আর নয়
যদি চান ডিসকো বয়েজ না চলুক
তাহলে শিশুদেরকে সেভাবেই প্রস্তুত করুন
অশ্লীল পার্টি করা
মেয়েদের উত্ত্যক্ত করা
উচ্চস্বরে গান বাজানো
প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো
কোনো স্মার্টনেস নয়
শিশুর বিকাশে যথেষ্ট নয়
পুষ্টিকর খাবার আর খেলাধুলাই
সময় অনুযায়ী টিকা দিলেই
সব দায়িত্ব পালন হয়ে যায় না
বাচ্চার সাথে এনগেজ হওয়া প্রয়োজন
খেলতে নিয়ে যাওয়া প্রয়োজন
ঘুরতে নিয়ে যাওয়া প্রয়োজন
গল্প শোনানো প্রয়োজন
শিশুর মানসিক বিকাশ নির্ভর করে
পরিবারের ওপর
আশেপাশের মানুষের ওপর
বেড়ে ওঠার পরিবেশের ওপর
শিশুকে সামাজিক মূল্যবোধ শেখাতে হয়
শিশুকে নৈতিকতা শেখাতে হয়
ভালো-মন্দ বিচার করার বোধশক্তি জাগ্রত করতে হয়
পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করতে হয়
শিশু আত্মিক উন্নয়নেও সচেষ্ট হতে হয়
শিশুর স্বাধীনতার চাহিদা খেয়াল রাখুন
শিশুর আত্মস্বীকৃতির চাহিদা খেয়াল করুন
শিশুর সক্রিয়তার চাহিদার দিকে নজর রাখুন
শিশুর নিরাপত্তার চাহিদা পূরণে মনোযোগ দিন
শিশুকে পছন্দের কাজটা করতে দিন
পারিপার্শ্বিক পরিবেশ শান্ত রাখুন
পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর রাখুন