শেষ ঠিকানা

শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত

বান্দাহ যখন রবের হবে
রব তখন বান্দাহর হবে
হৃদয় প্রশান্তিতে ভরে যাবে
পরের খেদমতের সুযোগ পাবে

শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত

ভালোবাসায় হৃদয় পূর্ণ কর
তোমার দয়ায় সিক্ত কর
বড় সম্পদ সন্তুষ্টি তোমার
সবচেয়ে আপন তুমিই আমার

শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত

খালি হাতটা পূর্ণতায় ভরে দাও
ব্যর্থতা সফলতায় ভুলিয়ে দাও
অন্ধকার দূর  করে দাও
সঠিক পথে মনটাকে নাও

শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত

পরিণত হোক শোক শক্তিতে
লড়াই হোক সুন্দরের মুক্তিতে
বৈষম্য সব দূর হয়ে যাক
কল্যাণ যত প্রতিষ্ঠা পাক

About আনিসুর রহমান এরশাদ

শিকড় সন্ধানী লেখক। কৃতজ্ঞচিত্ত। কথায় নয় কাজে বিশ্বাসী। ভেতরের তাগিদ থেকে লেখেন। রক্ত গরম করতে নয়, মাথা ঠাণ্ডা ও হৃদয় নরম করতে লেখেন। লেখালেখি ও সম্পাদনার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে পাক্ষিক-মাসিক-ত্রৈমাসিক ম্যাগাজিন, সাময়িকী, সংকলন, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ ও জাতীয় দৈনিকের সাথে সম্পর্ক। একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে যুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়েছেন মিডিয়া ও জার্নালিজমেও। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে।

View all posts by আনিসুর রহমান এরশাদ →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *