শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত
বান্দাহ যখন রবের হবে
রব তখন বান্দাহর হবে
হৃদয় প্রশান্তিতে ভরে যাবে
পরের খেদমতের সুযোগ পাবে
শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত
ভালোবাসায় হৃদয় পূর্ণ কর
তোমার দয়ায় সিক্ত কর
বড় সম্পদ সন্তুষ্টি তোমার
সবচেয়ে আপন তুমিই আমার
শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত
খালি হাতটা পূর্ণতায় ভরে দাও
ব্যর্থতা সফলতায় ভুলিয়ে দাও
অন্ধকার দূর করে দাও
সঠিক পথে মনটাকে নাও
শেষ ঠিকানা হোক জান্নাত
রাত কেটে আসুক প্রভাত
পরিণত হোক শোক শক্তিতে
লড়াই হোক সুন্দরের মুক্তিতে
বৈষম্য সব দূর হয়ে যাক
কল্যাণ যত প্রতিষ্ঠা পাক