শিশু নির্যাতন বন্ধ হোক
শিশুর প্রতি নির্দয় আচরণ বন্ধ হোক
শিশুর সাথে শারীরিক দুর্ব্যবহার বন্ধ হোক
শিশুর সাথে যৌন নির্যাতন বন্ধ হোক
শিশুর সাথে মানসিক দুর্ব্যবহার বন্ধ হোক
শিশুর প্রতি অবহেলা বন্ধ হোক
যখন শিশু নিপীড়ণের শিকার হয়
সে ভুলে যায় খেলাধুলা আর আনন্দের কথা
যখন শিশু ধর্ষণের শিকার হয়
সে তখন মানুষকে পশু হিসেবেই চিনতে শুরু করে
ভয়ঙ্কর নিষ্ঠুরতা চালানো অপরাধী নরপিশাচগুলো
প্রলোভন দেখিয়ে নিষ্পাপ জীবনে নরক যন্ত্রণা বয়ে আনে
শিশু নির্যাতন বন্ধ করুন-
হোক না সে গৃহকর্মী
হোক না সে পথশিশু
হোক না সে গরিব
হোক না সে শিশুশ্রমিক
হোক না সে সতিনের ঘরের সন্তান
হোক না সে এতিম শিশু
হোক না সে দুজনের পাপের ফল
শিশু স্রষ্টার শ্রেষ্ট উপহার
সবচেয়ে সুন্দর সৃষ্টি
যার হাতে অধিকার লংঘিত হয় শিশুর
মানুষ হলেও রূপ নেয় সে নিকৃষ্ট পশুর
শিশু নির্যাতন প্রতিনিয়তই বাড়ছে
কারণ অমানুষের সংখ্যা দিন দিন বাড়ছে
শিশু নির্যাতন মানবতার অবক্ষয়
শিশু নির্যাতন পৈশাচারিক অত্যাচার
শিশু নির্যাতন সমাজের কলঙ্কিত নাম
শিশু নির্যাতন অন্ধকারাচ্ছন্ন অমানুষের কর্ম
শিশু নির্যাতন বাড়ায় উদ্বেগ, মারে স্বপ্ন
তাই শিশু নির্যাতন প্রতিরোধ করুন
শিশু অধিকার নিশ্চিত হোক
শিশুর শৈশব আনন্দময় হোক
শিশুর সুযোগ-সুবিধা নিশ্চিত হোক
শিশুর প্রতি বৈষম্য দূর হোক
সুবিধাবঞ্চিত শিশুরাও সুরক্ষা পাক
শিশুরা সুন্দরভাবে বড় হয়ে উঠুক
শিশুরা সুস্থভাবে বেড়ে উঠুক
শিশুর সুপ্ত মেধার বিকাশ ঘটুক
শিশুর প্রয়োাজনীয় চাহিদা পূরণ হোক
শিশুর সমস্যার সমাধান হোক
শিশুরা সঠিক যত্ন-পরিচর্যায় বেড়ে উঠুক