শিশুর দাঁতের যত্ন

ডা.আঁখি আক্তার আন্নী

দাঁতের ক্ষয়,বাচ্চাদের এক অতি সাধারণ সমস্যা। গবেষণায় দেখা গেছে যে,প্রায় ২৮% বাচ্চার, বিশেষ করে ২-৫ বছর বয়সের মধ্যে,হয় দাঁতের ক্ষয় বা একটা অন্তত গর্ত বা ক্যাভিটির সমস্যায় ভোগে। অনেকসময় ‘দুধ দাঁত পড়ে যাবে ’ এই ভেবে অনেক অভিভাবক বাচ্চার দাঁতের যত্নের প্রতি উদাসীন থাকেন। কিন্তু এটি মোটেই কাম্য নয়। কারণ,ভবিষ্যতে এটি মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন-

★শিশু দাঁতের অভাবে খাবার চিবাতে না পারায় হজমে সমস্যা হতে পারে যা তার খাবারের প্রতি অনীহা তৈরি করে এবং শিশু পুষ্টিহীনতায় ভোগে।

★কিছু বর্ণ উচ্চারণের জন্য দাঁত ও জিহ্বার সংস্পর্শ লাগে যা দাঁত না থাকলে শিশু সঠিক উচ্চারণ শিখতে ব্যাহত হয় এবং পরবর্তীতে তা ঠিক করতে অভিভাবকদের বেশ বেগ পেতে হয়।

★নতুন দাঁত পরবর্তীতে আঁকাবাঁকা হতে পারে।

★দাঁত না থাকায় শিশু আত্মহীনমন্যতায় ভোগে যা শিশুর মানসিক বিকাশ কে ব্যাহত করে।

★ক্যাভিটি তৈরিতে সহায়ক ব্যাকটেরিয়া মাড়িসহ জিহ্বা বা ওরাল মিওকোসাতেও ইনফেকশন ছড়াতে পারে।

★দুধদাঁতে ক্যাভিটি থাকলে স্থায়ীদাঁতেও ক্যাভিটির সম্ভাবনা থাকে আরো দ্বিগুণ।

মুখগহ্বর এর যত্ন শিশুর দাঁত ওঠার পরে তো বটেই বরং জন্মের পর থেকেই নিতে হয়।পরিস্কার ভেজা কাপড় দিয়ে আলতোভাবে দাঁত ও মাড়ি পরিস্কার করে দেয়া অবশ্য কর্তব্য। মায়ের দুধ ও ফর্মলা দুটোতেই সুগারের কারণে দাঁতের ক্ষয় হওয়া শুরু করে যাকে আমরা “Nursing Bottle Caries” বলে থাকি। এছাড়া জিহ্বায় সাদা ছত্রাকের স্তর ও পরে যায়।

বাচ্চার দাঁত ও মুখের যত্নে মনোযোগী হউন,আর যাদের বাচ্চারা এসমস্যায় ভুগছেন ইতিমধ্যে তারা হেলথমেন এ যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাদের সুস্থ হাসি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

লেখক: ডেন্টাল সার্জন- ক্লিনিকা ডেন্টাল কেয়ার, অনলাইন কনসালটেশন- HealthMen

About পরিবার.নেট

পরিবার বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘পরিবার ডটনেট’ এর যাত্রা শুরু ২০১৭ সালে। পরিবার ডটনেট এর উদ্দেশ্য পরিবারকে সময় দান, পরিবারের যত্ন নেয়া, পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা, পারিবারিক পর্যায়েই বহুবিধ সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে সমাজকে সুন্দর করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। পরিবার ডটনেট চায়- পারিবারিক সম্পর্কগুলো হবে মজবুত, জীবনে বজায় থাকবে সুষ্ঠুতা, ঘরে ঘরে জ্বলবে আশার আলো, শান্তিময় হবে প্রতিটি গৃহ, প্রতিটি পরিবারের সদস্যদের মানবিক মান-মর্যাদা-সুখ নিশ্চিত হবে । আগ্রহী যে কেউ পরিবার ডটনেট এর সাথে সঙ্গতিপূর্ণ যেকোনো বিষয়ে লেখা ছাড়াও পাঠাতে পারেন ছবি, ভিডিও ও কার্টুন। নিজের শখ-স্বপ্ন-অনুভূতি-অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। কনটেন্টের সাথে আপনার নাম-পরিচয়-ছবিও পাঠাবেন। ইমেইল: poribar.net@gmail.com

View all posts by পরিবার.নেট →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *