কিছু কিছু জায়গা আছে
ভেদাভেদ নেই
কিছু কিছু পরিণতি
এড়াবার নেই
নামাজের জামাতে
একই কাতারে
মৃত্যুর পরে কাফন
সাদা কাপড়ে
কবর তো সবার জন্যেই সমান
একই মর্যাদা, একই সম্মান
সৃষ্টিতো নাপাক পানিতেই
পৃথিবীতে আসাতো মায়ের পেট হয়েই
শৌচকর্ম তো অবধারিত
কে রাজা কে ধনী- হয় না বিবেচিত
নগ্ন হয়ে যার এ জগতে আসা
মাটির ঘরই হয় জীবন শেষে বাসা
খালি হাতে আসা আর
খালি হাতে ফেরা
অনেক কিছু পেয়েও ফের
সবকিছু হারা