সবচেয়ে প্রিয় মানুষ মোহাম্মদ
সবচেয়ে আলোকিত মানুষ মোহাম্মদ
আখেরী রাসূলই সেরা মানুষ
হেদায়েতের পথে চলার মানুষ
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ
শেষ নবীর পথই সঠিক পথ
শেষ রাসূলের মতই সঠিক মত
মক্কা-মদিনায় জ্বালিয়েছেন আলো
পৃথিবী সেই আলোতেই ঝলমলো
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ
ফুলের চেয়েও পবিত্র তিনি
চাঁদের চেয়েও সুন্দর তিনি
সারা জাহান খুশি তাকে পেয়ে
তারই প্রেমে পাগল মুগ্ধ হয়ে
মানবতার মুক্তির দূত মুহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মুহাম্মদ
যাকে দেখে মুগ্ধ হলো কত চোখ
যার কথায় শীতল হলো কত বুক
কষ্টকে হাসিমুখে মেনে নিলো কত
শহীদ-গাজীর রক্তে জমিন হলো রঞ্জিত
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ
রাসূল কে যে বাসে ভালো
জ্বলেই তার আশার আলো
রাসূল কে যে নেতা মানে
কাজ-কর্মে অনুপ্রেরণা জানে
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ
রাসূলের প্রেমের আশিক হলে
দুঃখ-কষ্টেও সান্ত্বনা মেলে
কান্ডারীদেরও কান্ডারী তিনি
নেতাদেরও নেতা তিনি
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ
খোদার প্রিয় হাবিব তিনি
রাহমাতুল্লিল আলামীন তিনি
উসওয়াতুন হাসানা তিনি
দুঃখীদের প্রিয়জনও তিনি
মানবতার মুক্তির দূত মোহাম্মদ
শান্তির পথ দেখায়েছেন মোহাম্মদ