জীবনটা মুসাফিরের মতোই !
মুসাফিরের মতো থাকা!
মুসাফিরের মতো কাটে সময়!
জানা নেই এই সফরের শেষ সময়!
অজানা- সফর কতদিন দীর্ঘ হবে!
জন্মে যে সফরের শুরু, মৃত্যুতে সে সফরের শেষ!
এক জায়গা থেকে আরেক জায়গায়
এক এলাকা থেকে আরেক এলাকায়
বালিয়াটায় জন্ম! হানারচালায় শৈশব!
ঢাকায় কৈশোর থেকে যৌবন!
জীবনটাই যেন মুসাফিরের জীবন!
কখনো তক্তারচালায়! কখনো সাভারে!
জন্ম থেকে শুরু ভ্রমণের সমাপ্তি মৃত্যুতেই!
এর আগে অবস্থানের পরিবর্তন ঘটেই চলছে!
গ্রাম থেকে শহরে! বসবাসে বা কর্মক্ষেত্রে!
কত স্থানান্তর! ঠিকানা বদল! পরিবর্তনের হাওয়া!
কামালিয়া চালা থেকে তামীরুল মিল্লাত!
মিরহাজীরবাগ থেকে শনির আখড়া!
মুসাফিরের বেশে মুসাফিরের জীবন!
মুসলিম মডার্ণ একাডেমীর ভেতর দিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে যাওয়া!
ইব্রাহীমপুর, কচুক্ষেত কিংবা কাফরুলে!
টঙ্গী কলেজ গেইট কিংবা মুদাফা থেকে মহাখালী!
বি এ এফ শাহীন কলেজ ঢাকা!
অস্থায়ী জীবনে কী আর স্থায়ী আবাসস্থল থাকে!
কখনো শ্যামলী! কখনো কল্যাণপুর!
কখনো উত্তরা! কখনো ঝিগাতলা!
মুসাফিরের জীবনে কী আর স্থায়ী বসবাস আসে!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়! শহীদ সালাম বরকত হল!
কখনো মোহাম্মদপুর! কখনো পল্টন! কখনো মানিকনগর!
কখনো মতিঝিল! কখনো মিরপুর! কখনো মগবাজার! কখনো পিআইবি!
জীবনের প্রয়োজনে! জীবিকার প্রয়োজনে! শিক্ষার প্রয়োজনে!
কয়েকদিনের এক পথিক যেন!
কোনো এক সাধারণ পথচারীর মতোই এই চলা!
চলনে মুসাফির! বলনে মুসাফির!
কর্মে মুসাফির! চিন্তায় মুসাফির!
কী বিচিত্র! বিচিত্র জীবনের স্বপ্ন!
পরের ঘরকেই নিজের ঘর মনে করা!
মুসাফিরের ভাবনায় বিদায়ের পরের জীবন!
নতুন জীবন! চিরস্থায়ী জীবন! স্থায়ী ঠিকানা!
অবধারিত গন্তব্য! অবশ্যম্ভাবী পথ! অনিবার্য পরিণতি!