মানুষরূপী শয়তান বিবেকহীন
মানুষরূপী শয়তান হৃদয়হীন
মানুষরূপী শয়তান বিষাক্ত
মানুষরূপী শয়তান চরিত্রহীন
মানুষরূপী শয়তান কুমন্ত্রণাদাতা
মানুষরূপী শয়তান কুটকৌশলী
মানুষরূপী শয়তান বহুরুপী
মানুষরূপী শয়তান নিষ্ঠুর
মানুষরূপী শয়তান ষড়যন্ত্রকারী
মানুষরূপী শয়তান অভিশপ্ত
মানুষরূপী শয়তান অহংকারী
মানুষরূপী শয়তান যুক্তিবাদী
মানুষরূপী শয়তান পশুর চেয়েও নিৎকৃষ্ট
মানুষরূপী শয়তান রাষ্ট্রীয় অর্থের অপচয় করে
মানুষরূপী শয়তান দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে
মানুষরূপী শয়তান পরের অর্থও চুরি করে
মানুষরূপী শয়তান দুর্বলকে শোষণ করে
মানুষরূপী শয়তান গরিবকেও বঞ্চিত করে
মানুষরূপী শয়তান দেশের অর্থ বিদেশে পাচার করে
মানুষরূপী শয়তান অবৈধ পথে আয় ও ব্যয় করে
মানুষরূপী শয়তান শেয়ারবাজার কেলেঙ্কারির খলনায়ক হয়
মানুষরূপী শয়তান ঋণখেলাপিদের তালিকা দীর্ঘ করে
মানুষরূপী শয়তান আছে বলেই নির্লজ্জতা আছে
মানুষরূপী শয়তান আছে বলেই স্বার্থপরতা আছে
মানুষরূপী শয়তান আছে বলেই বিলাসিতা আছে
মানুষরূপী শয়তান আছে বলেই দুর্বৃত্তিপনা আছে
মানুষরূপী শয়তান আছে বলেই নিপীড়ন আছে
মানুষরূপী শয়তান আছে বলেই নির্যাতন আছে
মানুষরূপী শয়তান আছে বলেই পক্ষপাতিত্ব আছে
মানুষরূপী শয়তান আছে বলেই বিচারহীনতা আছে
মানুষরূপী শয়তান আছে বলেই বৈষম্য আছে
মানুষরূপী শয়তান আছে বলেই দায়িত্বহীনতা আছে
মানুষরূপী শয়তান আপনজনকেও অপমানিত করে
মানুষরূপী শয়তান কাছের মানুষকেও লাঞ্ছিত করে
মানুষরূপী শয়তান আত্মীয়স্বজনকেও অত্যাচার করে
মানুষরূপী শয়তান পরিবার-পরিজনকেও ছোট করে দেখে
মানুষরূপী শয়তান মন্দ স্বভাবীদের সাথে বন্ধুত্ব করে
মানুষরূপী শয়তান বদভ্যাসীদের নিয়ে মজমা বসায়
মানুষরূপী শয়তান ধর্ম অবমাননা করে
মানুষরূপী শয়তান মন্দ কাজের জন্য একত্র হয়
মানুষরূপী শয়তান অপরাধীদের ঐক্যবদ্ধ রাখে
মানুষরূপী শয়তান হৈ-হুল্লোড় পছন্দ করে
মানুষরূপী শয়তান এলামেলো পথচলা পছন্দ করে
মানুষরূপী শয়তান গালি-গালাজ পছন্দ করে
মানুষরূপী শয়তান বিশ্রী শব্দ সৃষ্টি করে
মানুষরূপী শয়তান নোংরা কাজে আনন্দ পায়
মানুষরূপী শয়তান অপরকে কষ্ট দেয়
মানুষরূপী শয়তান মৃত্যুকে ভুলে থাকে
মানুষরূপী শয়তান উগ্রতা প্রকাশ করে
মানুষরূপী শয়তান শত্রুতা পোষণ করে
মানুষরূপী শয়তান মন ভেঙে দেয়
মানুষরূপী শয়তান মস্তিষ্ক বিকৃত করে
মানুষরূপী শয়তান হৃদয় ধ্বংস করে
মানুষরূপী শয়তান দেহজ সুখকেই অগ্রাধিকার দেয়
মানুষরূপী শয়তান হারাম দ্বারা পাকস্থলি পূর্ণ করে
শয়তান শিরা-উপশিরায় বিরাজ করে
শয়তান অভাবের ভয় দেখায়
শয়তান অশ্লীল কাজ করতে প্রণোদনা দেয়
শয়তান ধাপে ধাপে পাপে অগ্রসর করে
শয়তানি জীবনের সার্থকতা অধিক উপার্জনে
শয়তানি জীবনের সার্থকতা অধিক ভোগবিলাসে
শয়তানি জীবনের সার্থকতা অধিক আনন্দ ফুর্তিতে
শয়তানি জীবনের সার্থকতা অধিক অপব্যয়ে
শয়তানি জীবনের সার্থকতা অন্যের দোষ-ত্রুটি খোঁজায়
শয়তানি জীবনের সার্থকতা অধিক অলসতায়
শয়তানি জীবনের সার্থকতা অধিক বাচালতায়
শয়তানি জীবনের সার্থকতা বক্রতার সন্ধানে কাটানো ব্যস্ততায়
মানুষরূপী শয়তান আনন্দ পায় মিথ্যাচারে
মানুষরূপী শয়তান আনন্দ পায় ব্যভিচারে
মানুষরূপী শয়তান আনন্দ পায় অনৈতিকতায়
মানুষরূপী শয়তান আনন্দ পায় অশ্লীলতায়
মানুষরূপী শয়তান আনন্দ পায় চুরি-চামারিতে
মানুষরূপী শয়তান আনন্দ পায় ঘুষ-দুর্নীতিতে
মানুষরূপী শয়তান আনন্দ পায় লোক ঠকানোয়
মানুষরূপী শয়তান আনন্দ পায় অন্ধকারের নিষিদ্ধ কাজে
মানুষরূপী শয়তান জ্ঞান-গরিমা নিয়ে ভাবে না
মানুষরূপী শয়তান বুদ্ধি-শুদ্ধি নিয়ে চিন্তা করে না
মানুষরূপী শয়তান অভিজ্ঞতা নিয়ে মাথা ঘামায় না
মানুষরূপী শয়তান খোটা না দিয়ে থাকতে পারে না
মানুষরূপী শয়তান অন্যকে ছোট না করে তৃপ্তি পায় না
মানুষরূপী শয়তান তুচ্ছ-তাচ্ছিল্য না করে থামতে পারে না
মানুষরূপী শয়তান অন্যকে অপমান না করে স্থির হয় না
মানুষরূপী শয়তান নিজের কর্মের জন্য দম্ভ করতে থাকে
মানুষরূপী শয়তান পৃথিবীর বিনাশের কাজে লিপ্ত থাকে
মানুষরূপী শয়তান হারামকে আকর্ষণীয় করে উপস্থাপন করে
মানুষরূপী শয়তান অবৈধ পথে চলতে উৎসাহিত করে
মানুষরূপী শয়তান বক্র পথে যেতে সাহস জোগায়
মানুষরূপী শয়তান জটিলতাকে গ্রহণে আমন্ত্রণ জানায়
মানুষরূপী শয়তান সরলতা অপছন্দ করে
মানুষরূপী শয়তান বিশ্বাস অপছন্দ করে
মানুষরূপী শয়তান সবাইকে সন্দেহ করে
মানুষরূপী শয়তান ক্ষতিকর চিন্তা করে
মানুষরূপী শয়তান সবসময় রুক্ষ
মানুষরূপী শয়তান সবসময় রূঢ়
মানুষরূপী শয়তান সবসময় বদমেজাজি
মানুষরূপী শয়তান সবসময় অত্যাচারী
মানুষরূপী শয়তান সবসময় স্বার্থপর
মানুষরূপী শয়তান সবসময় অন্যের অধিকার হরণকারী
মানুষরূপী শয়তান কাউকেই সম্মান করে না
মানুষরূপী শয়তান নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না
মানুষরূপী শয়তান নিয়মকানুন রীতিনীতি মেনে চলে না
মানুষরূপী শয়তান সৃষ্টিতে আনন্দিত হয় না
মানুষরূপী শয়তান ভালো জিনিস পছন্দ করে না
মানুষরূপী শয়তান কারো প্রতিই কৃতজ্ঞ থাকে না
মানুষরূপী শয়তান বিপথে চলে
মানুষরূপী শয়তান ধোঁকা দেয়
মানুষরূপী শয়তান আকৃষ্ট করে
মানুষরূপী শয়তান রক্তের নেশা জাগায়
মানুষরূপী শয়তান অধিক মুনাফার লোভ বাড়ায়
মানুষরূপী শয়তান উন্নতির পথ রুদ্ধ করে
মানুষরূপী শয়তান বিকাশকে বাধাগ্রস্ত করে
মানুষরূপী শয়তান সম্ভাবনাকেও সমস্যায় রুপান্তর করে
মানুষরূপী শয়তান অন্যায়ভাবে বিরোধীতা করে
মানুষরূপী শয়তান ভুল স্বীকার করে না
মানুষরূপী শয়তান ভুলের ওপরও স্থির থাকে
মানুষরূপী শয়তানের প্ররোচনায় মানুষ সংকটে পড়ে
মানুষরূপী শয়তান মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারে
মানুষরূপী শয়তান খাবারে ভেজাল মেশাতে পারে
মানুষরূপী শয়তান ধর্ষক হতে পারে
মানুষরূপী শয়তান ইভটিজিং করতে পারে
মানুষরূপী শয়তানরা ফেরাউনের প্রেতাত্মা
মানুষরূপী শয়তানরা নমরুদের উত্তরসূরী
মানুষরূপী শয়তানরা কারুনের অনুসারী
মানুষরূপী শয়তান ত্রাণের অর্থও চুরি করতে পারে
শয়তানই যাদের নিয়ন্ত্রক ও অভিভাবক হয়ে যায়-
তারা আর সুস্থ স্বাভাবিক মানুষ থাকে না
মানুষরূপী শয়তানের হিতাহিত জ্ঞান থাকে না
মানুষরূপী শয়তানের সত্য-মিথ্যা পার্থক্যের জ্ঞান থাকে না
মানুষরূপী শয়তান মদে ডুবে বাস্তব জগতকে ভুলে
মানুষরূপী শয়তান নেশার ঘোরে কল্পনার রাজ্যে চলে
শয়তানের কুমন্ত্রণায় পড়লে মানুষ আর মানুষ থাকে না
মনের ভেতরের কুপ্রবৃত্তিগুলো তখন মাথাচাড়া দিয়ে উঠে।
মানুষরূপী শয়তান কামের মোহে অন্ধ থাকে
মানুষরূপী শয়তান ক্রোধে উন্মাতাল থাকে
মানুষরূপী শয়তান লোভে পঙ্গু হয়ে যায়
শয়তান যার গুরু ও নেতা-
পতন তার অবশ্যম্ভাবী।
লেখার সময় : ০৯-০৯-২০২১ ইং