ভালো স্পর্শ খারাপ স্পর্শ

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন
যৌন হেনস্থার বিরুদ্ধে সজাগ হোন

গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে নিজে বুঝুন
ভালো স্পর্শ খারাপ স্পর্শ সম্পর্কে অন্যকে বুঝান
মা-বাবা-ডাক্তার ছাড়া কোন অঙ্গ কেউ ছুঁতে পারে না ধারণা দিন

ছোট থেকেই শেখান বাচ্চাদের
বুঝতে হবে অভিভাবকদের
বুঝতে হবে শিক্ষকদের

নিজে সচেতন হোন
সন্তানকে প্রশিক্ষণ দিন
সমাজের মানুষকে সচেতন করুন

অনাকাঙ্ক্ষিত স্পর্শে-
শিশু অনিরাপদ বোধ করে
শিশু অস্বস্তি বোধ করে

সাধারণত খারাপ স্পর্শকেও উপেক্ষা করা হয়
শরীর সম্পর্কে ঠিকমতো জানানো হয় না
বাবা-মায়ের উপস্থিতিতে এসব খেয়াল করা হয় না

বাবা-মায়ের অনুপস্থিতিতে বেখেয়াল
অপরিচিতদের সাথে বেশি সময় কাটানো
সম্পর্ক সম্পকে পরিপূর্ণ ধারণা না দেয়া

মন্দ স্পর্শে যৌনলালসার শিকার হয় মেয়ে শিশুরা
সচেতনতা দরকার শারীরিক নিরাপত্তার জন্য
সচেতনতা দরকার মানসিক নিরাপত্তার জন্য

শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক নাম জানান
সঠিক ভাষা ব্যবহার করুন
বাচ্চাকে শেখান শরীরের কয়েকটা অংশ প্রাইভেট পার্টস
বোঝান ওদের শরীরে হাত দেওয়ার অধিকার কারোর নেই

অস্বস্তি হলে তার না বলার পুরো অধিকার আছে
হাত ধরতে চাইলে
জড়িয়ে ধরতে চাইলে
চুমু খেতে চাইলে

সুইম স্যুট রুল মেনে চলুন
বাচ্চার সঙ্গে রোল প্লে করুন
বাচ্চার ফিলিংসকে সম্মান করুন

অপছন্দ হলে সে ব্যাপারে জোর করবেন না
ছবি এঁকে বা বইয়ের সাহায্য নিয়ে বুঝান
সন্তানদেরকে সঠিক পথে সুরক্ষিত রাখুন

ছেলে শিশুর ক্ষেত্রেও ঘটতে পারে যৌন নিপীড়ন
তাই সহজভাবে কথা বলুন, শিশুর ভরসা হয়ে উঠুন
স্পর্শ পছন্দ না হলে চিৎকার করতে শেখান

না-চাইলেও কেউ যদি জোর করে আদর করতে চায়
কেউ যদি আড়ালে গিয়ে বাচ্চার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে
কেউ উপহার এনে বাচ্চাকে সকলের কাছ থেকে আলাদা করে
বিভিন্ন লোভ দেখিয়ে বাচ্চাকে পৃথক করার চেষ্টা করে
তবে সতর্ক হোন, সচেতন থাকুন

About আনিসুর রহমান এরশাদ

শিকড় সন্ধানী লেখক। কৃতজ্ঞচিত্ত। কথায় নয় কাজে বিশ্বাসী। ভেতরের তাগিদ থেকে লেখেন। রক্ত গরম করতে নয়, মাথা ঠাণ্ডা ও হৃদয় নরম করতে লেখেন। লেখালেখি ও সম্পাদনার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে পাক্ষিক-মাসিক-ত্রৈমাসিক ম্যাগাজিন, সাময়িকী, সংকলন, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ ও জাতীয় দৈনিকের সাথে সম্পর্ক। একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে যুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়েছেন মিডিয়া ও জার্নালিজমেও। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে।

View all posts by আনিসুর রহমান এরশাদ →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *