কত সুখ! কত আয়োজন! কত আনন্দ!
যা প্রাপ্তি! যা অর্জন! যা তৃপ্তির! যা প্রশান্তির!
সব নেয়ামতের জন্যই সুমহান স্রষ্টার কৃতজ্ঞতা।
যাতে ক্ষতি! যাতে পাপ! যাতে বিভ্রান্তি!
যা অসুন্দর! যা মাকাল ফল! যা দুশ্চিন্তার!
এসব কিছু থেকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন আল্লাহ।
যত অনিষ্ট! যত মোহ! যত লোভ! যত গুনাহ!
মুক্তি চাই! আশ্রয় চাই! সুস্থতা চাই!
শত গোপন অপরাধেরও ক্ষমা চাই।
কত মর্যাদা! কত প্রশংসা! কত স্বীকৃতি!
তবু স্রষ্টাকে ভুলে থাকা! উপেক্ষা! অবহেলা!
এত অনুগ্রহ! এত করুণা! তবু তার নির্দেশ ভুলে যাওয়া!
ধর্ম ইসলাম! গাইডলাইন আল কুরআন! নেতা মুহাম্মদ (সা.)!
তবু অশান্ত আত্মা! শয়তানি সীমাহীন! অন্যায় কত ফাঁদ!
আছে যত কল্যাণ! আছে যত মঙ্গল! সবই রবের কাছে চাই।
আসে অলসতা! আসে ব্যস্ততা! আসে বার্ধক্য!
কবরের শাস্তি! জাহান্নামের আগুন! পুলসিরাত পারাপার!
হাশরের ময়দান! বিচারক আল্লাহ! জান্নাতের আশা রাখি।
কত ভুল করেছি! ভুল পথে হেঁটেছি! জানা-অজানা পাপ যে কত!
তবু স্রষ্টার সাহায্য চাই! উপকারী জ্ঞান চাই!
হালাল রিজিক চাই! হারাম থেকে বাঁচতে চাই! কবুলযোগ্য আমল চাই!
আল্লাহতে আশা! আল্লাহতে বিশ্বাস! আল্লাহতেই আস্থা!