ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে
গুনাহগার আমি, দয়াময় তুমি
অসুখ আমার, শেফা তোমার
অন্ধকারে আমি, আলোর মালিক তুমি
ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে
অশ্রুসজল আমি, হাসিফুটাও তুমি
কষ্ট আমার বুকে, আনন্দ দাও দেখে
পিছিয়ে পড়ছি আমি, এগিয়ে নাও তুমি
ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে
আমি ভীরু, তুমি সাহস দাও
আমি পাপী, তুমি নেককার বানাও
নিজ স্বার্থ ত্যাগের তাওফিক দাও
ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে
স্বপ্ন-সাধ আছে, দৃপ্তমন দাও
অশান্তি আছে, শান্তি দাও
দুর্বলতা আছে, শক্তি দাও
ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে
আমি অসহায়, আমায় সামর্থ্য দাও
আমি মূর্খ, আমায় জ্ঞান দাও
ভুল পথে আমি, সঠিক পথ দেখাও
ওগো আল্লাহ! ওগো আল্লাহ!
তুমি ছাড়া মুক্তি মিলবে না যে
তুমি ছাড়া বিজয় আসবে না যে