ভোরের স্নিগ্ধ হাওয়া
নিত্য দিনের চাওয়া
বৃষ্টির সুর সুমধুর
পূর্ণিমার আলোও মধুর
সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার
শুন্যে উড়ে কত পাখি
জলে থাকা মাছও মেলে আখি
সাগরে উত্তাল তরঙ্গ মেলা
বুকের গভীরে ঢেউয়ের খেলা
সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার
সবুজ ঘাসে জমিন ঢাকা
আলোর খেলা যে মধু মাখা
নয়ন মুগ্ধ হয় তারার মেলায়
নিয়ামতে ভরপুর জীবন ভেলায়
সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার
নদীর কলতানে, কোকিলের কুহুতানে
ভ্রমরের গুঞ্জনে, পাখিদের গানে
ফুলের সুবাসে, ফলের মধুর রসে
হৃদয়ে গেঁথেছি রূপ, শোভায় জুড়ায়েছি চোখ
সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার