উপহার

ভোরের স্নিগ্ধ হাওয়া
নিত্য দিনের চাওয়া
বৃষ্টির সুর সুমধুর
পূর্ণিমার আলোও মধুর

সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার

শুন্যে উড়ে কত পাখি
জলে থাকা মাছও মেলে আখি
সাগরে উত্তাল তরঙ্গ মেলা
বুকের গভীরে ঢেউয়ের খেলা

সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার

সবুজ ঘাসে জমিন ঢাকা
আলোর খেলা যে মধু মাখা
নয়ন মুগ্ধ হয় তারার মেলায়
নিয়ামতে ভরপুর জীবন ভেলায়

সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার

নদীর কলতানে, কোকিলের কুহুতানে
ভ্রমরের গুঞ্জনে, পাখিদের গানে
ফুলের সুবাসে, ফলের মধুর রসে
হৃদয়ে গেঁথেছি রূপ, শোভায় জুড়ায়েছি চোখ

সবকিছু স্রষ্টার উপহার
রুপ-বৈচিত্র্যের সমাহার

About আনিসুর রহমান এরশাদ

শিকড় সন্ধানী লেখক। কৃতজ্ঞচিত্ত। কথায় নয় কাজে বিশ্বাসী। ভেতরের তাগিদ থেকে লেখেন। রক্ত গরম করতে নয়, মাথা ঠাণ্ডা ও হৃদয় নরম করতে লেখেন। লেখালেখি ও সম্পাদনার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে পাক্ষিক-মাসিক-ত্রৈমাসিক ম্যাগাজিন, সাময়িকী, সংকলন, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ ও জাতীয় দৈনিকের সাথে সম্পর্ক। একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে যুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়েছেন মিডিয়া ও জার্নালিজমেও। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে।

View all posts by আনিসুর রহমান এরশাদ →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *