সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ
মুখে আল্লাহ, মনে আল্লাহ
সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
শয়নে আল্লাহ, স্বপ্নে আল্লাহ
জীবনে আল্লাহ, মরণে আল্লাহ
সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
আকাশে আল্লাহ, বাতাসে আল্লাহ
সব দেখেন আল্লাহ, সব জানেন আল্লাহ
সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
চাঁদের স্রষ্টা আল্লাহ, সূর্যের স্রষ্টা আল্লাহ
পাহাড় বানায়েছেন আল্লাহ, সাগর বানিয়েছেন আল্লাহ
সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
ফুলকে বানালেন যিনি, পাখিকে সুর দিলেন তিনি
বৃষ্টিতে সজীব বৃক্ষলতা, ছুটে চলা নদীর ব্যাকুলতা
সবচেয়ে প্রিয় নাম আল্লাহ
সবচেয়ে আপন সে তো আল্লাহ
হৃদয়ে আল্লাহ, প্রেমে আল্লাহ
দুনিয়ায় আল্লাহ, পরকালে আল্লাহ