আলহামদুলিল্লাহ! এখনো বেঁচে আছি। সুস্থ আছি।
অক্সিজেন পাচ্ছি। শ্বাস নিতে পারছি।
অথচ অনেকেই চলে গেছেন না ফেরার দেশে।
পরে এসেও আগে চলে গেছেন কতজন!
মৃত্যু হঠাৎ করে আসে না;
নির্ধারিত সময়েই আসে,
হায়াত ফুরালেই আসে।
মৃত্যুর ফেরেশতা আল্লাহর নির্দেশেই আসে।
যখন সময় হবে, মৃত্যু অঘোষিতভাবে আসবে।
যখন রবের ডাক পড়বে, দুনিয়া ছাড়তে হবে।
কখনো আকস্মিক না ফেরার দেশে চলে যাওয়া!
কাফনের কাপড়ে মাটির ঘরের ঠিকানা পাওয়া!
মৃত্যুতো অনিবার্য; সব দেশে, সব কালে।
মৃত্যুতো সুনিশ্চিত; সব প্রাণের, সব জীবের।
মৃত্যুর মিছিলের যাত্রী দিন দিন বাড়ছেই!
অথচ শতভাগ নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেই!
কবরতো অবশ্যম্ভাবী গন্তব্য; অথচ বেখেয়াল!
মৃত্যুতো খুবই নিকটে; অথচ এত উদাসীন!
কত প্রস্তুতি! কত ব্যস্ততা! শুধু মরণের ভাবনা নেই।
কত মেহনত! কত পরিশ্রম! শুধু মৃত্যু স্মরণে নেই।
মৃত্যু অবধারিত। অকাল মৃত্যু বলে কিছু নেই।
যেকোনো মুহূর্তে! যেকোনো জায়গায়! যেকোনো বয়সে!
মৃত্যুকষ্টে নুইয়ে পড়ছে কত শরীর, মৃত্যু উপত্যকায়!
মৃত্যুপুরীতে কত মৃত্যু বার্ষিকী চলে যাচ্ছে নিরবেই!
একদিকে সব মৃত্যু ভয়ের নয়! সব মৃত্যু কান্নার নয়!
অন্যদিকে সব বিদায় মধুর নয়! নয়তো আনন্দময়!
প্রার্থনা রবের কাছে সিজদা অবস্থায় যেন মৃত্যু হয়।
মৃত্যু এসে আরেক জগতে নেয়া জীবন যেন সুখের হয়।
আনিসুর রহমান
০৩-০৮-২০২১
সাভার, ঢাকা