আমার ছেলেবেলা
স্মৃতিতে ঘেরা
সরলতায় ভরপুর
ভোরবেলায় মোরগের ডাক শুনতাম
রাতে শেয়ালের হুক্কাহুয়া শুনতাম
কবুতরের বাকবাকুম শুনতাম
পাখিরমেলা ছিল
ফুটবল খেলতাম
ঘুড়ি উড়াতাম
ফুলের গাছ লাগাতাম
গ্রামীণ হাটে যেতাম
যাদুকরের যাদু দেখতাম
ওয়াজ মাহফিলে যেতাম
জানাযায় যেতাম
জুমার নামাজে যেতাম
ঈদগাহে যেতাম
ঈদে সেলামিও পেতাম
ডাকঘরে যেতাম
বাবাকে চিঠি লিখতাম
কাগজের নৌকা বানাতাম
কাগজের শাপলা বানাতাম
সেই সময় কলাগাছের ভেলা ছিল
খেয়া পারাপার ছিল
কবিরাজ ছিল
গ্রামীণ ডাক্তার ছিল
হৈ-হুল্লোড় ছিল
ঘুরে বেড়ানো ছিল
নৌকা ভ্রমণ ছিল
গাছের ছায়ায় বসে আড্ডা ছিল
ভালো রেজাল্টে মিষ্টি বিলানো ছিল
ভিউ কার্ড কিনতাম
ঈদ কার্ড দিতাম
পুঁথি পাঠ শুনতাম
ডাকটিকিট সংগ্রহ করতাম
বাড়িতে গরু ছিল
মুরগি ছিল
হাঁস ছিল
কুকুর ছিল
বিড়াল ছিল
তখন দুরন্তপনা ছিল
স্নেহ ছিল
শ্রদ্ধা ছিল
শাসন ছিল
সোহাগ ছিল
বিয়ে অনুষ্ঠানে আনন্দ ছিল
গল্পের আসর ছিল
সকালে মক্তবে যেতাম
পড়ার প্রতি আগ্রহ ছিল
গান শুনায় আগ্রহ ছিল
কবিতা আবৃত্তি শুনার আগ্রহ ছিল