সারাক্ষণ স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকা ও ইন্টারনেটের ব্যবহার করায় বুদ্ধি বাড়ছে না। এগুলো ব্যবহারকারীদের মস্তিষ্কের ক্ষমতা এবং বুদ্ধি কমিয়ে দিচ্ছে। এর পেছনে মূলত দায়ী ফোনের প্রতি আমাদের মনোযোগ।
গবেষকরা জানিয়েছেন, মস্তিষ্কের বেশিরভাগ মনোযোগ যদি ফোনের পেছনে থাকে, তাহলে অন্যান্য কাজের প্রতি মনোযোগ কমে যায়, ফলে সেসব কাজে আমাদের দক্ষতা কমে। দৃষ্টিসীমার মাঝে একটি ফোন থাকলে মনোযোগ কমে যাবে, ছোটখাট কাজ করতে ব্যর্থ হবে এবং স্মৃতিশক্তি কমে যাবে।
ফোন পকেটে, ব্যাগে এমনকি পাশের ঘরে থাকলে মনোযোগে এত ব্যাঘাত ঘটে না। একজন মানুষের স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তার ওপর নেতিবাচক প্রভাব রাখে স্মার্টফোন। একে ডক্টর অ্যাড্রিয়ান ওয়ার্ড ‘ব্রেইন ড্রেইন’ বলে অভিহিত করেন।