আমার কাছের মানুষরা আমাকে কাজপাগল মানুষ বলেই ডাকেন। আমি যেমন নিজের কাজ করতে ভালোবাসি তেমনি অভিনয়ও সিরিয়াস ভাবে নিই। সব কাজের গুরুত্ব আমার কাছে সমান। আসলে ভালো চিত্রনাট্যের অভাব ও সময় না পাওয়ার কারণে আমাকে কম নাটকে দর্শক দেখতে পাচ্ছেন। নাটকের মান ধরে রাখার আমি চেষ্টা করি। তবে সবার অভিযোগ শুনে আমি অভিনয় করতে আরো উৎসাহ পাই।
নতুন এই দেশটিতে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে পেরেছি, এ জন্য অনেক ভালো লেগেছে। এসব দেশে খুব কম মানুষের যোগাযোগ আছে। আমি ভালো কাজ নিয়ে দেশটিতে যেতে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার মাঝে আনন্দ আছে।