বিশ্বে শিশুদের জন্য সেরা কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে কিডসরাইটস ফাউন্ডেশন৷ শিশু অধিকার রক্ষায় সেরা দেশগুলোর তালিকায় উঠে গেছে এশিয়ার দেশ থাইল্যান্ড৷ শিশু অধিকার প্রতিষ্ঠার দিক থেকে সেরা দেশগুলোর তালিকা করতে গিয়ে বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষা অধিকার, সুরক্ষার অধিকার এবং শিশু অধিকারের জন্য অনুকুল পরিবেশ – এই পাঁচটি বিষয়কে বিবেচনায় নিয়েছে কিডসরাইটস ফাউন্ডেশন৷
কিডসরাইটস ফাউন্ডেশনের সমীক্ষা অনুযায়ী, সেরার তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে পর্তুগালের নাম। শিশু অধিকার প্রতিষ্ঠায় এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নরওয়ে৷ মানবাধিকার বিষয়ক যে কোনো তালিকায় ওপরের দিকেই থাকে সুইজারল্যান্ড এখানে তৃতীয় স্থানে৷ চতুর্থ স্থানে আইসল্যান্ড৷ পঞ্চম স্থানে রয়েছে স্পেন৷ শিল্প-সাহিত্যের দেশ ফ্রান্স শিশু অধিকার রক্ষায় আছে ষষ্ঠ স্থানে৷
নাগরিকের সার্বিক জীবনমানের নিশ্চয়তা দেয়া সুইডেন শিশু অধিকার রক্ষায় আছে সাত নম্বরে৷ এশিয়ার থাইল্যান্ড রয়েছে অষ্টম স্থানে৷ নবম স্থানে রয়েছে উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া৷ স্লোভেনিয়া আর বেলজিয়ামের ঠিক ওপরেই রয়েছে ফিনল্যান্ড৷ একাদশ স্থানে রয়েছে বেলজিয়াম৷ সার্বিক বিবেচনায় সেরা হওয়া দেশগুলির তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে স্লোভেনিয়া৷
সূত্রঃ ডিডব্লিউ