তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সন্তান ধারণে অনিচ্ছুক নারীদের উদ্দেশ্য বলেন, যেসব নারী মাতৃত্বকে অস্বীকার করেন তারা অকার্যকর এবং অসম্পূর্ণ। নারীদের কমপক্ষে তিনটি সন্তান জন্ম দেয়ার আহ্বান জানাই।
তুরস্কের ইস্তাম্বুল শহরে নারী সংগঠন উইমেন এন্ড ডেমোক্রেসি এসোসিয়েশন আয়োজিত এক সম্মেলনে এরদোগান বলেন, আমি নারীদের পেশাগত সফলতা সমর্থন করি। তবে এটা কখনোই সন্তান ধারণের পথে বাধা হওয়া উচিত নয়।
এরদোগান বলেন, মাতৃত্ব ত্যাগ করা মানে মানবতার ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। কোনো নারীরই এমন পেশা গ্রহণ করা উচিত নয়, যা তাকে মা হওয়ার পথে বাধা সৃষ্টি করে। কর্মজীবী মায়েদের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে।
এক টেলিভিশন বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট মুসলিমদের জন্মনিয়ন্ত্রণ না করতে এবং অধিক সন্তান গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো মুসলিম পরিবারের উচিত না জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা গ্রহণ করা।
আল-জাজিরা