নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব সম্পাদক আবদুল্লাহ হাসান

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সভাপতি ও তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে সামাজিক সংগঠন ‘নাগরিক বিকাশ ও কল্যাণ’ (নাবিক)- এর ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৩১ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে তরুণ পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে নাবিকের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও বার্তা পাঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ-এর বাংলাদেশ ও পাকিস্তান কান্ট্রি স্পেশালিস্ট সুলতান মোহাম্মদ জাকারিয়া; অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলার মো. মিজানুর রহমান; তুরস্কের আঙ্কারা ইলদিরিম বায়েজিদ ইউনিভার্সিটির তুরস্ক, এশিয়া ও ইন্দো-প্যাসিফিক স্টাডিজের প্রধান ড. মো. নাজমুল হাসান; আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ; এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেম্পিসের গবেষক শহীদুল ইসলাম তানজিল।

অনুষ্ঠানে অসহায়-নিপীড়িত মানুষের সহায়তার পাশাপাশি জ্ঞান ভিত্তিক চিন্তা ও তৎপরতার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রের নীতি-নির্ধারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। একইসাথে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লংঘনের বিরুদ্ধেও সোচ্চার থাকার ঘোষণা দেয়া হয়।

নাবিক এর সভাপতি শিহাব উদ্দিন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর নিয়মিত আইনজীবী হিসেবে কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের এই শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ইংরেজি বিভাগের থেকে স্নাতক সম্পন্ন করেন।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী নেন| এরপর “ ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব ইংল্যান্ড, ব্রিস্টল” থেকে ‘বার প্রফেশনাল ট্রেনিং কোর্স’ সম্পন্ন করে যুক্তরাজ্যের ‘দ্য অনারেবল সোসাইটি অব লিঙ্কন্স ইন’ থেকে ব্যারিস্টার-এট-ল ডিগ্রী লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন ।

তিনি ২০০৪-২০০৬ সাল মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘দি ইংলিশ এ্যাসোসিয়েশনের’ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন । বর্তমানে সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন, ঢাকা বার এ্যাসোসিয়েশন, ঢাকা টেক্সেস বার এ্যাসোসিয়েশন, ব্যারিস্টারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ বার কাউন্সিলসহ আইন ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন পেশাজিবী সংগঠনের সদস্য। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন- সহ-সভাপতি ব্যারিস্টার মুসতাসীম তানজীর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ বুরহান উদ্দিন ফয়সল।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম রনি ও জয়নাল আবেদীন শিশির, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস ওয়াহিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন ফয়েজি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সাহদাত মো. সায়েম, সমাজ কল্যাণ সম্পাদক লিমন হোসেন, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক জুবায়ের সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ নোমান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট তানভীর আলম খান, দপ্তর ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আফাক আহমেদ, মানবাধিকার সম্পাদক আনাস ইবনে মুনির, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মো. রুহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা জান্নাত পিংকি এবং ছাত্র কল্যাণ সম্পাদক শিবলী সাদিক তালুকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- অপু এন গোমেজ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, প্রকৌশলী আমিনুল ইসলাম রানা, অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার খান, মো. আরিফুর রহমান, ওমর ফারুক তমাল ও মুসফিক উস সালেহিন।

নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, নাবিক একটি গণমুখী সামাজিক আন্দোলন। সমাজ রাষ্ট্র-রাজনীতির বহুমুখী সংকট-সম্ভাবনা নিয়েই আমাদের কাজ। করোনাকালে দেশ যখন কঠোর লকডাউনে রুদ্ধ, একঝাঁক তরুণ তখন কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে আসেন। নাবিকের শুরু সেখান থেকেই। নাগরিক সুবিধা নিশ্চিতে আমরা ভবিষ্যতে বিস্তর আলাপ করব, নজর থাকবে রাষ্ট্রের প্রশাসনিক উদ্যোগেও।

 

About পরিবার.নেট

পরিবার বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘পরিবার ডটনেট’ এর যাত্রা শুরু ২০১৭ সালে। পরিবার ডটনেট এর উদ্দেশ্য পরিবারকে সময় দান, পরিবারের যত্ন নেয়া, পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা, পারিবারিক পর্যায়েই বহুবিধ সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে সমাজকে সুন্দর করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। পরিবার ডটনেট চায়- পারিবারিক সম্পর্কগুলো হবে মজবুত, জীবনে বজায় থাকবে সুষ্ঠুতা, ঘরে ঘরে জ্বলবে আশার আলো, শান্তিময় হবে প্রতিটি গৃহ, প্রতিটি পরিবারের সদস্যদের মানবিক মান-মর্যাদা-সুখ নিশ্চিত হবে । আগ্রহী যে কেউ পরিবার ডটনেট এর সাথে সঙ্গতিপূর্ণ যেকোনো বিষয়ে লেখা ছাড়াও পাঠাতে পারেন ছবি, ভিডিও ও কার্টুন। নিজের শখ-স্বপ্ন-অনুভূতি-অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। কনটেন্টের সাথে আপনার নাম-পরিচয়-ছবিও পাঠাবেন। ইমেইল: poribar.net@gmail.com

View all posts by পরিবার.নেট →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *