ভারতের হায়দরাবাদের বাসিন্দা তিন বছর বয়সী ফুটফুটে শিশু অহনা। বিরল একটি রোগে ভুগছে সে। ঘামের সঙ্গে রক্ত ঝরে তার। শুধু ঘাম নয়, অশ্রুর বদলেও রক্ত ঝরে চোখ দিয়ে। এমনকি কান, মুখ, নাকসহ শরীরের অন্যান্য অঙ্গ দিয়েও রক্ত ঝরে অহনার।
চিকিৎসকরা জানান, প্রচণ্ড জ্বরের কারণেই এমন হয়েছে। এখন শুধু নাক নয়, প্রায় প্রতিদিনই কোনো রকমের ক্ষত ছাড়াই প্রায় সব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে তার। এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছে শিশুটি। অহনা সম্ভবত হেমাটোড্রোসিস নামক একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগে ঘামের সাথে রক্ত ঝরে।