অভিনেত্রী নীনা গুপ্ত বলেন, ‘সময়কে যদি পিছিয়ে নিয়ে যাওয়া যেত, তাহলে কয়েকটা সিদ্ধান্ত বদল করতাম। বিয়ে না করে সন্তানের জন্ম দিতাম না। সন্তানের কাছে মা ও বাবা দু’জনেরই ভূমিকা আছে। মাসাবাকে আমি একা বড় করেছি, ওর সঙ্গে আমার ও ভিভ দু’জনের সম্পর্কই ভালো। কিন্তু জানি ওর শৈশব সুখের হয়নি।
সিঙ্গল মাদার মানেই সমাজের কৌতুহল, সন্দেহ, ছিছিক্কার চলতেই থাকে। আর সন্তানের বড় হওয়ার উপরে এর প্রভাব পড়ে। সন্তানের সুন্দর জীবনের জন্য বাবা-মা দু’জনের স্নেহই দরকার। যদি আবার সেই সময়ে ফিরে যাওয়া যেত, তাহলে এমন সিদ্ধান্ত কখনই নিতাম না।
আমার জীবনে আগাগোড়াই ইচ্ছে ছিল বিয়ে না করে থাকার। কিন্তু মেয়ে বড় হয়ে যাওয়ার পরে একাকিত্ব আর নিঃসঙ্গতা বাধ্য করে নিজের দৃষ্টিভঙ্গিতে বদল আনতে।’
মুম্বাই মিরর