মাশরাফি বিন মুর্তজা মনে করেন একজন খেলোয়াড়ের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটির নাম হচ্ছে তাঁর পরিবার। একজন খেলোয়াড়ের জন্য পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সাহায্য বা পরিবারের সাথে থাকা খুব গুরুত্বপূর্ণ।
পরিবার কি কারণে সবচেয়ে বেশি মূল্যবান? কারণ আপনার কঠিন সময়ে খুব কাছের বন্ধু বাদে অন্য বন্ধুরাও হয়ত বুঝবে না। এ সময় কিন্তু পরিবার ছাড়া কেউ বুঝবে না। কারণ আপনি কখন ঘুমান, খান, চলেন, আপনি কোন কাপড় পরতে পছন্দ করেন এটা কিন্তু আপনার পরিবারই জানে। হয়ত একদিন খারাপ খেলেছেন; পরিবারের সাথে আছে, আপনার কোন সময়টা কেমন তারা কিন্তু এটা দেখতে দেখতে অভ্যস্ত। পরিবারটা এমন একটা জিনিস যেটা আপনার ক্যারিয়ারকে অনেক বড় করে দিতে পারে আবার ছোটও করে দিতে পারে।”
সূত্র : bdcrictime.com