সব কাজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে এমন কোনো কথা নেই। কিছু ভালো কাজের সুফল ভোগ করে প্রজন্ম থেকে প্রজন্ম।
যার কার্যকারিতা কখনো শেষ হয় না। সুফল অব্যাহত থাকে। আবেদন কখনো ফুরিয়ে যায় না। মানুষ উপকৃত হওয়ায় কখনো সেই কর্মবীরকে ভুলে না।
জীবনটা নন্দিত হবে নাকি নিন্দিত হবে তা কাজের মাধ্যমেই বেছে নিতে হয়। কাজের কারণেই কেউ অন্যের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। আবার কাজের কারণেই কারো কারো জীবনও অন্যের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়।
কর্মই আসল, কর্মই জীবন। কিছু মানুষ মরে গেলেও যুগ-যুগ ধরে বেঁচে থাকে কাজের কারণেই। আবার কিছু মানুষ শতাব্দীর পর শতাব্দী দূরে থাক, নিজের জীবদ্দশায়ই মানুষের মন থেকে হারিয়ে যান।
আসলে কোটি মানুষের মনোযোগ আকর্ষণের চেয়েও একজন মানুষের হৃদয় জয় করা অনেক বড় ব্যাপার। লাখো মানুষের হাততালি পাওয়ার চেয়েও একজন মানুষের মুখে হাসি ফোটানো অনেক বড় কাজ।