টাকার পেছনে ঘুরার মানুষ বেশি। এটা চাই! ওটা চাই! নাই-নাই! খাই-খাই! মানুষ হওয়ার চেয়ে টাকা অর্জনের মেশিন হওয়ায় তীব্র মনোযোগ!
পেশায় দক্ষতা অর্জনে আগ্রহী মানুষ কম। সমাজ ও মানুষের সমস্যা সমাধানে নিবেদিত মানুষ কম। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে সক্ষম মানুষ কম।
টাকার জন্য শিল্প বাদ দেয়। টাকার জন্য আদর্শ ত্যাগ করে। টাকার জন্য স্বপ্নকে বিসর্জন দেয় । টাকার জন্য সৃজনশীলতাকে হত্যা করে।
অনেকেই টাকাকে বড় করে দেখেন। আমানত খেয়ানত করেন। মিথ্যা বলেন। ভোগ-বিলাস ও আমোদ-ফূর্তিকে গুরুত্ব দেন। সস্তা জিনিসকে বেশি দামে কেনেন।
দামি জিনিসকে সস্তা দামে বেঁচেন। নিম্নমানের কাজকে মূল্যবান মনে করেন। আর উঁচুমানের কাজকে নিম্নদরের ভাবেন।
টাকার পেছনে দৌড়ায়ে শান্তি-স্বস্তি হারায়। মানুষের সেবা করার মানসিকতা হারায়। অভিনব সব প্রতারণার জাল বুনে। অথচ জীবনের জন্য অর্থ, অর্থের জন্য জীবন নয়। টাকার পেছনে দৌড়াতে দৌড়াতেই একদিন কবর পর্যন্ত পৌঁছে যায়।