‘‘মায়েরা ভাবুন, আপনার সন্তানেরা ক্ষতিকর খাবার খেলে কেন আপনি চুপচাপ বসে দেখবেন৷ বাস্তবতা হলো, কেউ এটা করছে কারণ আপনাদের সন্তানদের নিয়ে তার কোন মাথাব্যথা নেই৷ তাই আমাদের চাহিদা হওয়া উচিত আমাদের শিশুদের দিকে যাতে সবাই নজর দেয়৷ তাই আবারও বলতে চাই আমাদের সন্তানদের নিয়ে খেলবেন না, এটা কোনো রাজনীতির মাঠ নয়৷’’ ওয়াশিংটনে ‘হেলদিয়ার অ্যামেরিকান সামিট’-এ ওবিসিটি বা স্থূলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এসব কথা বলেন।
মিশেল উপস্থিত দর্শকদের প্রশ্ন করেন, কেউ যদি আপনার সন্তানকে ক্ষতিকর কিছু খেতে বলে তাতে আপনার নিশ্চয়ই খুশি হওয়ার কিছু নেই, আপনি নিশ্চয়ই বসে বসে দেখবে না? বরং এর প্রতিবাদ করবেন৷ হোল গ্রেইন বা পূর্ণ খাদ্যশস্য খেলে শিশুরা আরো স্থূল হয়ে পড়বে৷ কেন তারা আপনার সন্তানদের খারাপ খাবার খেতে দিচ্ছে, একবার চিন্তা করে দেখুন৷ আমরা যেখানে শিশুদের স্থূলতা কমানোর ক্ষেত্রে কাজ করে যাচ্ছি, সেখানে আবার পেছনে ফিরে যাওয়ার মানেটা কী? তাই পেছনে ফিরে না গিয়ে ভাবা উচিত আমাদের শিশুরা কেন স্কুলে ভালো খাবার পাবে না৷’’