১.বৎস্য! আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে।
২. প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে।
৩. বিপদে বন্ধুর পরীক্ষা নেবে।
৪. নিজের মান-মর্যাদা বজায় রেখে কথা বলবে।
৫. অন্যকে উপদেশ দেয়ার আগে নিজে আমল করার চেষ্টা করবে।
৬. পিতা-মাতাকে সর্বাধিক সম্মান করবে।
৭. কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে।
৮. বন্ধুদের ভালো-মন্দের উভয়টাই পরীক্ষা করবে।
৯. কাউকে জনসমক্ষে লজ্জা দিবে না।
১০. মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হবে না।
১১. অহংকার করবে না।
১২. ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে।
১৩. উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেয়ো না।
১৪. বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে।
১৫. রাগান্বিত অবস্থায় ধীর শান্তভাবে কথা বলবে।
সন্তানকে হযরত লোকমান (আঃ) এর ১৫ উপদেশ
