চলচ্চিত্র অভিনেত্রী অপু ইসলাম বলেন, ঈদের দিন নানান স্বাদের রান্না করেছি। এরপর টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে ছেলে জয়সহ গিয়েছি তার দাদুর বাসায়। সেখানে দাদু আর ফুফুদের সঙ্গে অন্য রকম সময় কাটিয়েছে জয়। বগুড়া থেকে আব্রাহামের মামাও এসেছিল। সব মিলে ভালো কেটেছে তার ঈদ। আরেকটি কথা না বললেই নয়, বাচ্চার জন্য ফ্রেশ শাক-সবজি বগুড়ায় আমাদের নিজেদের জমি থেকেই আনা হয়।
পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ছিল অপুর এবারের প্রথম ঈদ। বেশ ভালোভাবেই আনন্দের সঙ্গে ঈদের দিনটি কাটিয়েছেন তিনি। এবারের ঈদ ছিল তাঁর জন্য অনেক স্পেশাল। এবার তিনি একা নন, সঙ্গে ছিল আদরের সন্তান জয়। শাকিব, মানে জয়ের বাবা ঈদের সময় দেশে না থাকলেও ছেলেকে ঈদের পরিপূর্ণ আনন্দ দিতে চেষ্টা করেছেন তিনি।
সূত্রঃ মানবজমিন