‘আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই নেতৃত্বের ভূমিকা অপরিসীম। নেতৃত্বদানের ক্ষমতা, নেতৃত্বদানের যোগ্যতা, নেতৃত্বদানের কৌশল রপ্ত করা প্রত্যেকের জন্যই খুব জরুরি।
পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রও নেতৃত্বের কারণে বদলে যায়। নেতৃত্বের প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো সবার থাকে না। সেক্ষেত্রে বইটি সহায়ক হতে পারে।
হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটি প্রকাশ করেছেন লেখকের একটি প্রতিষ্ঠান পরিবার ডটনেট থেকে। এই বইটিতে মূলত লিডারশীপ বিষয়ক নির্দেশনা রয়েছে। বইটি একাডেমিক কাজেও লাগবে।
একজন মানুষের নেতৃত্বের ক্ষেত্রে যে বিষয়গুলোর দরকার আছে তা বইটিতে খুব সুন্দরভাবে তুলেধরা হয়েছে। বইটির বাইন্ডিং, কাভার, কাগজ সবই অত্যন্ত চমৎকার। হার্ডকভারে বাইন্ডিং অসাধারণ হয়েছে। ছাপাও ঝকঝকে। আপনারা বইটি পড়ে দেখতে পারেন, ভালো লাগবে।’
মোঃ বাকি বিল্লাহ একজন তরুণ উদ্যোক্তা। প্রতিষ্ঠা করেছেন- ক্যারিয়ার ইন্টেলিজেন্স, জিনিউজবিডি, ট্রেন্ডাজ, জিটিএফসি স্কুল এন্ড কলেজ ও জিটিএফসি ওয়েব সল্যুশন। তিনি ওয়েব ডেভেলপার, এসইও কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, গ্রাফিক্স ডিজাইনার এবং সাংবাদিক।