‘তরুণ গবেষক ও লেখক আনিসুর রহমান রচিত হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটি আমি পড়েছি। একাডেমিক কাজে বইটি অনেক কাজে আসবে। অদূর ভবিষ্যতে কোটি মানুষের হৃদয় জয় করার জন্য যে ধরণের নেতৃত্বের প্রয়োজন, যে ধরণের নেতৃত্ব আসা দরকার, যে ধরণের নেতৃত্ব সৃষ্টি হওয়া দরকার; সে ধরণের কথাবার্তাগুলো বইটির মধ্যে সুন্দরভাবে চলে এসেছে।
কিভাবে সুন্দর উপস্থাপনা করতে হয় তা বইটিতে বলা আছে। আমি বইটিতে পড়ে দেখেছি- ভুল একেবারেই কম। একেবারে নির্ভুল একটি বই আমরা পেয়েছি। লেখক কাজ করে যাচ্ছেন নিভৃতে। যখন মানুষ পড়ালেখা ছেড়ে দিচ্ছে। অনলাইনে পড়ছে, কিছুক্ষণ পর চোখ ঝলমল করছে,. আর পড়ছে না। এই ধরণের পাবলিকেশন্স বা এই ধরণের লেখাকে বই আকারে প্রকাশ করার সাহসীকতার জন্য উনি ধন্যবাদ পাবেন।
নেতৃত্ব তৈরি করার জন্য সুযোগ যেমন প্রয়োজন হয়, ম্যানেজেরিয়াল ক্যাটাগরিতে নেতৃত্ব তৈরির জন্য যেভাবে ট্রেনিং দেয়া হয়- আমি বইটিতে খুব সুন্দরভাবে দেখেছি যে, নেতৃত্বের বিভিন্ন পন্থা-পদ্ধতি-বৈশিষ্টগুলো উনি যেভাবে তোলে এনেছেন- তা গবেষণা কাজের পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রে মানুষের উপকারে আসবে বলে আমার মনে হয়েছে।’
ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার, সাভারের ইনচার্জ মোস্তফা মাহমুদ।