সুখী দাম্পত্য জীবন গড়ার কিছু প্রয়োজনীয় টিপস

একে অপরকে জানিয়ে দিন যে আপনারা পরস্পরকে ভালোবাসেন।

একই সময়ে দু’জন রেগে যাবেন না।

সমালোচনা যদি করতেই হয় ভালোবাসা দিয়ে বলুন । পুরোনো ভুলগুলিকে তুলে আনবেন না।

কোন তর্ক জিইয়ে রেখে ঘুমাতে যাবেন না, আগেই সমাধান করে
নিন।

একে অপরকে উপেক্ষা করবেন না ।

সকল সফল স্বামী/স্ত্রীর পেছনে একজন শ্রান্ত পরিশ্রমী জীবনসঙ্গী থাকে, যে একটানা পরিশ্রম করে যায় অন্যজনকে সতেজ রাখতে।

আপনি যখন কোনো ভুল করবেন তা স্বীকার করে নিন।

দিনে অন্তত একবার আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর প্রশংসা করুন ।

আপনার জীবনসঙ্গী কিছু বললে তা মন দিয়ে শুনুন। মনে রাখবেন আপনার স্বামী/স্ত্রী একটি ক্রিকেট বা ফুটবল ম্যাচ ও সিরিয়াল বা মুভির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ।

আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন কোনো নতুন পোশাক পরিধান করবে
কিংবা ভিন্নভাবে মাথা আচরাবে তখন খেয়াল করুন।

বিভিন্ন আনন্দদায়ক মূহুর্তগুলো স্মরণে রাখুন ।

আপনার পক্ষ থেকে আপনার সঙ্গী কাউকে কোনো কাজ করে দিলে তাকে ধন্যবাদ দিন।

যিনি দেরিতে ঘুম থেকে উঠবেন, তিনি বিছানা গুছিয়ে নিন ।

আপনার স্বামী/স্ত্রীকে ক্লান্ত-পরিশ্রান্ত দেখালে তার জন্য কিছু করুন ।

আপনার জীবন সঙ্গী কে কখনোই জনসম্মুখে অপমান করবেন না ।

নিজেদের গোপন কিছু অন্যদের নিকট বলে বেড়াবেন না ।

সবসময় পরস্পরের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখতে ত্যাগ-ক্ষমা-উদার মানসিকতা রাখুন।

About পরিবার.নেট

পরিবার বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘পরিবার ডটনেট’ এর যাত্রা শুরু ২০১৭ সালে। পরিবার ডটনেট এর উদ্দেশ্য পরিবারকে সময় দান, পরিবারের যত্ন নেয়া, পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা, পারিবারিক পর্যায়েই বহুবিধ সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে সমাজকে সুন্দর করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। পরিবার ডটনেট চায়- পারিবারিক সম্পর্কগুলো হবে মজবুত, জীবনে বজায় থাকবে সুষ্ঠুতা, ঘরে ঘরে জ্বলবে আশার আলো, শান্তিময় হবে প্রতিটি গৃহ, প্রতিটি পরিবারের সদস্যদের মানবিক মান-মর্যাদা-সুখ নিশ্চিত হবে । আগ্রহী যে কেউ পরিবার ডটনেট এর সাথে সঙ্গতিপূর্ণ যেকোনো বিষয়ে লেখা ছাড়াও পাঠাতে পারেন ছবি, ভিডিও ও কার্টুন। নিজের শখ-স্বপ্ন-অনুভূতি-অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। কনটেন্টের সাথে আপনার নাম-পরিচয়-ছবিও পাঠাবেন। ইমেইল: poribar.net@gmail.com

View all posts by পরিবার.নেট →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *