খুলনা নগরীর সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ১৪ বছর বয়সী গালিব রহমান। ১৯০০ থেকে ২০৯৯ সাল পর্যন্ত যে কোনো বছরের তারিখ-বার সে অনায়াসে বলে দিতে পারে। এজন্য সময় নেয় মাত্র ‘তিন সেকেন্ড’। ছোটবেলা থেকেই পড়ার ফাঁকে মোবাইল ফোনের ক্যালেন্ডার দেখত সে। এটি দেখতে দেখতে এখন মুখস্থ হয়ে গেছে। ৩য় শ্রেণী থেকে সে নিয়মিত মোবাইল ফোনে ক্যালেন্ডার দেখত এবং চিন্তা করত কীভাবে এটা তৈরি করা হয়েছে। পরিবারের সবাই তাকে মজা করে বলেন, এটা তার আধ্যাত্মিক শক্তি কিংবা ওপর থেকে কেউ তাকে বলে দেয়।
গালিবের মা ফারিহা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তৃতীয় শ্রেণীতে পড়ার সময় গালিব আমার কাছে শুধু বিভিন্ন বছরের তারিখ ও মাসের নাম শুনতে চাইত এবং না দেখেই বার বলে দিতে পারত। এটা দেখে আমি প্রথমে পাত্তা দেইনি। কিন্তু ধীরে ধীরে ওর প্রতিভার কথা স্কুল থেকে শুরু করে আত্মীয়রা জেনে যান। এখন আমার কাছেও বিষয়টি অনেক ভালো লাগে।’ গালিবের স্বপ্ন বড় হয়ে একজন গোয়েন্দা পুলিশ হবে। মা-বাবার একমাত্র সন্তান সে। তার বাবা কাজী মতিয়ার রহমান পেশায় ব্যবসায়ী। তাদের বাড়ি নগরীর মৌলভীপাড়ার টিবি বাউন্ডারি রোডে।
সূত্রঃ যুগান্তর